রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

তামিমের ৭৪ এর পরও চিটাগংয়ের মাত্র ১৩৪

টানা তৃতীয় ফিফটি করলেন তামিম ইকবাল। চিটাগং ভাইকিংসের অধিনায়ক এবার খেললেন ৫৯ বলে ৭৪ রানের ইনিংস। তার ইনিংসের ওপর ভর করেই হেভিওয়েট লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বোলারদের হাতে কিছু রান দিতে পেরেছে চিটাগং। ৬ উইকেটে ১৩৪ তাদের। এটাকে তারায় ঠাসা ঢাকার ব্যাটিংয়ের সামনে কতোটা লড়ার মতো পুঁজি বলা চলে তা নিয়ে সংশয় থেকেই যায়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ছুটির এই দিন শুক্রবারের সন্ধ্যায় গ্যালারি ছিল ঠাসা। দুই হাই প্রোফাইল দলের লড়াই দেখতে এবারের বিপিএলের সর্বোচ্চ দর্শকের সমাগম হলো। ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে তামিমের চিটাগংকে ব্যাটিংয়ে পাঠানোয় দর্শকদের খুশি হওয়ার কথা। কারণ, ম্যাচটা শুরু করা গেল ক্রিস গেইলের ব্যাটিং দেখে।

কিন্তু একি! প্রথম ৫ ম্যাচ কোনোভাবে খেলে ১। ষষ্ঠ বলটা স্বদেশী আন্দ্রে রাসেলের। সাকিবকে ক্যাচ দিয়ে মাঠের বাইরে হাটেন গেইল। টি-টোয়েন্টির সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানের এমন বিদায়ে চিটাগংয়ের দর্শকরা চুপ। ক্যারিবিয়ানদের ম্যাচ যেন এটি! এনামুল হক (০) হলের প্রথম ম্যাচ খেলতে নামা হনসফোর্ড বিটনের শিকার। ১৭ রানে ২ উইকেট থেকে ৩৩ এ গিয়ে তৃতীয় উইকেট হারায় চিটাগং। এবার জহুরুল ইসলামকে শিকার করেন ডোয়াইন ব্রাভো।

দারুণ বিপদ। এক প্রান্ত ধরে রেখেছিলেন তামিম। পাকিস্তানি শোয়েব মালিককে নিয়ে প্রতিরোধ গড়েন। কিন্তু ১০ ওভারে ৪৫ রান চিটাগংয়ের! কোথায় রানের ফুলঝুরি হবে। সেখানে প্রথম ৬০ বলে একটা ছক্কাও নেই।

কিন্তু এরপর হাত খোলেন তামিম। ছক্কা আসে। ব্রাভোকে টানা দুই বলে সীমানার ওপারে পাঠান। রান ছুটতে থাকে। ওভারে ৯ এর বেশি রান। হয়ে যায় শোয়েব ও তামিমের ৮৬ রানের জুটি। তার আগে ৪৫ বলে ফিফটি হয়েছে তামিমের। এবারের আসরে এটি তার পঞ্চম ফিফটি।

যখন মনে হচ্ছে আরো ঝড় উঠবে তখন আবার ক্যারিবিয়ান আঘাত। পরপর দুই বলে যথাক্রমে ফেরেন শোয়েব ও তামিম। হনসফোর্ড তার দ্বিতীয় শিকার বানান ২৫ বলে মূল্যবান ৩৩ রান করা শোয়েবকে। পরের বলটি ব্রাভোর। রাসেল ক্যাচ নিলেন। তামিম ফেরেন। মোহাম্মদ নবি ছিলেন। কিন্তু ওই ওভারের পঞ্চম বলে ব্রাভো শূণ্য হাতে ফিরিয়ে দেন আফগান ব্যাটসম্যানকেও।

১৭ ওভারে ৪ উইকেটে ১১৯ থেকে হঠাৎই ধ্বংসস্তুপ চিটাগংয়ের ইনিংস! মাত্র ৬ বলের মধ্যে সেরা তিন ব্যাটসম্যান নেই। ৬ উইকেটে ১২১! শেষ দুই ওভারে রাসেল ও সাকিব চাপ ধরে রাখলেন। বেশিদূর আর যাওয়া হলো না চিটাগংয়ের। প্রসঙ্গত, এবারের আসরে প্রথম দেখায় চিটাগংকে চট্টগ্রামে হারিয়েছে ঢাকা। এটা তাই তামিমদের প্রতিশোধের ম্যাচ হলেও চিটাগংয়ের পুঁজিটা বেশ ছোটই হলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই