চোরকে বরণ করে নিলেন গৃহকর্তা! (ভিডিও)
কথায় বলে চোরের ১০ দিন, গৃহস্থের একদিন। একদিন না একদিন সে ধরা পড়বেই। ধরা পড়েছিল বটে। তবে অবাক বিষয় হলো, বাড়ি মালিক তাকে শান্তি না দিয়ে অতিথি হিসেবে গ্রহণ করেন।
চোর বা অপরাধী ধরতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের ব্যবহার অতি পুরোনো। তবে যুক্তরাজ্যের পশ্চিম মিডল্যান্ডের সলিহুল শহরের এক দম্পতি সিসি ক্যামেরায় যে চোর শনাক্ত করেছেন তা একেবারেই নতুন।
স্যালি মারজোরাম ও তার স্বামী স্টিফেন অনেকদিন ধরেই লক্ষ্য করছিলেন তাদের বিড়ালের খাবার কেউ চুরি করে খেয়ে যায় রাতে। সকালে বিড়ালের খাবারের পাত্র ও পানির পাত্র শূন্য থাকত। কিন্তু তারা বুঝতে পারতেন না কে খেয়ে যায় এই খাবার। তাই চোর শনাক্ত করতে তারা সিসি ক্যামেরা স্থাপন করেন।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে তো স্যালি ও স্টিফেনের চক্ষু ছানাবড়া। একটি ব্যাজার (ক্ষুদ্রাকৃতির বন্য জন্তু বিশেষ) বাইরের দেওয়ালের সঙ্গে ঝুলে থাকা লতা বেয়ে বিড়ালের ঘরে যায় এবং পানি ও খাবার খায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ব্যাজারটি বিড়ালের ঘরের ছোট জানালা দিয়ে নিজের বড় শরীরটাকে চেপেচেপে ভেতরে ঢোকাচ্ছে। এটি ভেতরে ঢুকে প্রথমে চারদিকে তাকিয়ে দেখে। এরপর খাবার ভর্তি বাটির দিকে এগিয়ে যায়। নিমিষেই খাবার শেষ করে ফেলে।
স্যালি বলেন, ‘বিড়াল দুটি প্রতিদিন খুব ভোরে আমাদের কাছে আসে খাবারের জন্য। যদিও আমি তাদের পর্যাপ্ত খাবার দিয়ে আসি রাতে। কিন্তু এত বেশি খাবার দুটি বিড়ালের খেয়ে শেষ করা সম্ভব নয়। তাই আমরা বুঝতে পারি কেউ এসব খাবার চুরি করে।’
স্যালি বলেন, ‘আমি মনে করেছিলাম এ কাজ ছোট শেয়াল বা সজারুর হতে পারে। স্টিফেন বলেছিল ব্যাজার হতে পারে। কিন্তু আমি বলেছিলাম এটি খুবই হাস্যকর। কারণ আমরা একেবারেই শহরে বসাবাস করি। এখানে এটা হতেই পারে না।’
ভিডিও দেখে স্যালি বিশ্বাস করতে পারছিলেন না এটি ব্যাজারের কাজ। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমাদের প্রতিবেশিরা শুনে বিশ্বাস করতে পারছিল না। কারণ বিড়ালের তুলনায় ব্যাজার অনেক বড়। বিড়ালের জানালা দিয়ে ব্যাজারের নিজেকে ভেতরে ঢোকানোর দৃশ্য খুবই মজার।’
স্যালি বলেন, ‘সে আমাদের কোনো ক্ষতি করেনি। তাই তাকে আমরা অতিথি হিসেবেই মনে করব। তবে বিড়ালের ঘরে আসতে নিরুৎসাহিত করতে তাকে বাইরে খাবার দেওয়া হচ্ছে।’
https://youtu.be/GrMtJjSSdDQ
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন