চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজকে আর খেলতে দেখা যাবে না। যা ভাবছেন তা নয়
শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। কেন? জেনে নিন তার আসল কারণ।
একসময়ে ওয়েস্ট ইন্ডিজ নামটা উচ্চারিত হলেই ক্রিকেটভক্তদের রক্তের গতি বেড়ে যেত। ওয়েস্ট ইন্ডিজ নামটার মধ্যেই ছিল মাদকতা। এ বার থেকে ওয়েস্ট ইন্ডিজ নামে কোনও দলকে আর ক্রিকেটমাঠে দেখা যাবে না। ওয়েস্ট ইন্ডিজ নয়, নাম বদলে হচ্ছে ‘উইন্ডিজ’। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে এই কথাই জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র জাতীয় দলের নাম বদল নয়, বদলে যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটও। নতুন নামকরণ করা হয়েছে, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’। বোর্ডের নবনিযুক্ত চিফ এক্সিকিউটিভ অফিসার জনি গ্রেভ জানিয়েছেন, “ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নতির জন্য আমরা সব রকমের পদক্ষেপ গ্রহণ করছি।’’
বোর্ডের যে নতুন ওয়েবসাইট হচ্ছে তাতে বেশি করে থাকবে ক্রিকেটের ‘লাইভ স্কোর’। ক্রিকেটারদের বিস্তারিত তথ্য, টিমের সর্বশেষ সংবাদ ইত্যাদি থাকবে নতুন ওয়েবসাইটে। এই প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট ডেভ ক্যমেরন জানিয়েছেন, ‘‘আমাদের বিভিন্ন স্পনসর ও অংশীদারদের সঙ্গে কাজের সুবিধার জন্য নতুন ওয়েবসাইটটি খুব কার্যকরী হবে।’’ সাম্প্রতিক কালে আর্থিক বিষয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্য চরমে পৌঁছেছে। নাম পরিবর্তনের পরে গ্রেভরা সেই বিষয়ে কী করেন, সেটাও এখন দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন