ছন্দে ফেরার ম্যাচে সৌম্যর রংপুরকে পেলেন মাশরাফি
দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার ধাক্কা দিয়ে সামনে এগোনোর পালা। সেই কাজটাই করতে হবে মাশরাফি বিন মর্তুজাকে। বিপিএলের চতুর্থ আসরে তার নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে এখন কোণঠাসা। জয়ের মুখ দেখবে, এমনটা উপক্রম হলেও সেটি আর দেখা হয়নি তাদের। অথচ চলতি আসরে এই কুমিল্লাই তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
তার চেয়ে বড় কথা, কুমিল্লা যার অধীনে খেলছে সেই মাশরাফি তো আসরের অন্যতম সেরা অধিনায়কও। বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া সৈনিক তিনি। তবে খারাপ সময়ও তো যায়! সেটাই বোধ হয় পার করছে চ্যাম্পিয়নরা।
কুমিল্লায় ভালো খেলার মতো বেশ কয়েকজন খেলোয়াড়ও আছেন। তবে কেন যেন তারা জ্বলে উঠতে পারছেন না। গত আসরের সেরা খেলোয়াড় আসহার জাইদির ব্যাট-বল এবার কোনো কথা বলছে না। দুইবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড় মারলন স্যামুয়েলসও নামের প্রতি সুবিচার করতে পারছেন না।
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা ইমরুল কায়েসও নিজেকে মেলে ধরতে পারছেন না। মাশরাফি জ্বলে ওঠার চেষ্টা করলেও, তা কাজে আসছে না। তবে আশা ছাড়েননি মাশরাফি। ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। একটি ম্যাচ জিতে মোমেন্টাম বদলে দেয়ার আশায় কুমিল্লা অধিনায়ক।
আর সেই ছন্দে ফেরার ম্যাচে সৌম্য সরকারের রংপুর রাইডার্সকে পেল মাশরাফির কুমিল্লা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।
এদিকে দুর্দান্ত ফর্মেই আছে তারকাখচিত রংপুর রাইডার্স। গতকাল (বৃহস্পতিবার) বরিশাল বুলসকে হারিয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে নাঈম ইসলামের দল। চার ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে বরিশালের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা ঢাকা ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। মাশরাফির কুমিল্লা সবার নিচে। চার ম্যাচ খেলে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন