‘ছাগলের ‘তৃতীয় সন্তানের’ মতো লাফাচ্ছে এটিকে’, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
বাংলার ফুটবলের মুখ কখনও এটিকে হতে পারে বলে মনে করছেন না সঞ্জয় সেন৷ সম্প্রতি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকে-র লম্ফঝম্পকে ছাগলের তৃতীয় সন্তানের সঙ্গে তুলনা করলেন তিনি৷ যা বিতর্কের ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সঞ্জয় সেন৷ শুক্রবার মোহনবাগান কোচ মিলিত হয়েছিলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে৷ সেখানেই তিনি দুই প্রধানকে এগিয়ে রেখে তুলোধনা করেন এটিকে-কে৷ এমনিতেই তিনি আইএসএল বিরোধী হিসেবে পরিচিত৷
ফলে আইএসএল-এর বিপক্ষে তিনি বলবেন এটাই স্বাভাবিক৷ সম্প্রতি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকে’র এক কর্ণধার মন্তব্য করেছিলেন, জনপ্রিয়তার নিরিখে বাংলায় সবাইকে ছাপিয়ে গিয়েছে এটিকে৷ “কারা কী বলছে জানি না৷ যদি এমন ধরনের কেউ মন্তব্য করে থাকেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন৷ আসলে ছাগলের তৃতীয় সন্তানরা বড্ড বেশি তিড়িং বিড়িং করে৷ এটিকে কর্তারা হলেন সেই ছাগলের তৃতীয় সন্তানের মতো৷
তাঁরা দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে মনে করছেন, সব জয় করে নিয়েছেন৷ তাই যা খুশি বলে যাচ্ছেন৷ নাহলে এমন মন্তব্য কেউ করে নাকি?” দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের জনপ্রিয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “দুই প্রধান তার জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে দীর্ঘদিনের সাফল্যকে সঙ্গী করে৷ একশো বছর অতিক্রম করা এক একটা ক্লাব৷ তাদের কাছেই তো মানুষ ছুটবে৷ দু’একটা সাফল্য পেয়ে যদি কারও মাথা ঘুরে যায় তাহলে অবশ্য আলাদা কথা৷”
৭ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে আই লিগ৷ জনপ্রিয়তার নিরিখে আই লিগ যে টেক্কা দেবে আইএসএল-কে তাও প্রকাশ্যে জানিয়ে দেন তিনি৷ মোহনবাগান কোচ আইএসএল নিয়ে যতটা সরব ততটাই নীরব নিজের দল সম্পর্কে৷ তবে মনের মতো দল যে পেয়ে গিয়েছেন তাও প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন তিনি৷ “আমার চাহিদা খুবই সামান্য৷ কর্তাদের কথা মাথায় রেখে একটা তালিকা জমা দিয়েছিলাম৷ সেই তালিকায় বেশি অদল-বদল চাইনি৷ গতবার আমরা তো খুব খারাপ খেলিনি৷” বলছিলেন সঞ্জয় সেন। সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন