ছাগলে ফসল খাওয়ায় সংর্ঘষ, আহত ৬
নওগাঁর আত্রাইয়ে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
রবিবার বিকাল ৫টায় সিংসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আবুলের ছেলে আজাদ (২৯), লবির সরদারের ছেলে আবুল সরদার(৪৫) মৃত হারান মন্ডলের ছেলে নারায়ণ চন্দ্র (৫৫) ধীরেরেন ছেলে মিলন চন্দ্র (২৫) হারানের ছেলে, ভুটু (৪০) খাজার স্ত্রী রিমা (২৬) গুরুতর আহত হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংসাড়া গ্রামের আবুল সরদারের জমিতে ছাগল ফসল বিনষ্ট করলে একই গ্রামের নারায়ণ, মিলন ও ভুটুর বাকবিত-া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আবুলের ছেলে আজাদ (২৯), লবির সরদারের ছেলে আবুল সরদার(৪৫) মৃত হারান মন্ডলের ছেলে নারায়ণ চন্দ্র (৫৫) ধীরেরেন ছেলে মিলন চন্দ্র (২৫) হারানের ছেলে, ভুটু (৪০) খাজার স্ত্রী রিমা (২৬) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আজাদ ও আবুল সরদারের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা সরকার জানান, আইন শৃঙ্খলার আর যেন অবনতি না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনী পদক্ষেপ নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন