ছাত্রলীগের নেতা ছিলাম, জনতার মঞ্চে ছিলাম না : নতুন সিইসি নুরুল হুদা

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদা বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি তাঁর রাগ, অনুরাগ বা ক্ষোভ নেই। সব রাজনৈতিক দলই তাঁর কাছে সমান। নিরপেক্ষভাবেই তিনি দায়িত্ব পালন করবেন। রাজনীতি করা প্রসঙোগ তিনি বলেন ঠিক এভাবে-
আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনার জীবনে কখনো কি কোনো সংশ্লিষ্টতা ঘটেছিল?
নুরুল হুদা: না। আমি কোনো পার্টির কোনো সদস্য নই। দলের সঙ্গে কোনো অ্যাফিলিয়েশন নেই। কোনো দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।
আপনার পড়াশোনা? ছাত্ররাজনীতি?
নুরুল হুদা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে। অনার্সে ভর্তি হয়েছিলাম ১৯৬৬ সালে। মাস্টার্স শেষ হয়েছিল ১৯৭২ সালে। ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তখন কোনো না কোনো ছাত্রসংগঠনের সঙ্গে সবাই যুক্ত থাকতেন। আমি ছিলাম ফজলুল হক হল ইউনিয়নের ছাত্রলীগ থেকে নির্বাচিত নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক।
গতকাল একটি পত্রিকার সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।
গতকাল সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই পাঁচজনের নিয়োগে অনুমোদন দিয়েছেন। গতকাল রাত ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম বিষয়টি জানিয়েছেন।
নতুন ইসি গঠনের পরদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কোনো ক্ষোভও নাই, কোনো রাগও নাই। আর তাদের প্রতি কোনো অনীহাও নাই। …বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিষয় না। বিষয়টা হলো সব রাজনৈতিক দল। বিএনপিকে আলাদাভাবে দেখারও আমার কিছু নাই। আওয়ামী লীগকে আলাদাভাবে দেখার কিছু নাই। জাতীয় পার্টিকে আলাদাভাবে কিছু দেখার নাই। আমি দেখতে চাই, সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে সমান।’
‘সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে তাদের অ্যাকসেস সমান। এখানে কোনো রকমের পার্থক্য থাকবে না, সেটা আমি চাই।’
সিইসি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছু ভুলত্রুটি থাকতেই পারে। তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াই সবচেয়ে ভালো।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন