ছাত্রলীগের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী হাসপাতালে
বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী ইয়াসিন ওসমান সম্রাটকে পিটিয়ে গুরুতর আহত করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার দুপুর ১ টার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন ওসমান সম্রাট (১০ম ব্যাচ) ক্লাস শেষে ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় শ্রাবন হালদার, হাসিবুল হাসান হৃদয়, আশিকুল ইসলাম সহ কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে।
হামলাকারী সবাই জবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জুয়েলের কর্মী বলে জানা যায়।
এ ব্যাপারে জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সম্রোট বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে গিয়েছে। এমতাস্থায় ছাত্রলীগের কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে তাকে গুরুতর আহত করে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাই।
জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জুয়েল বলেন, ‘সম্রাট কিছুদিন আগে জবি শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে ছাত্রলীগ করেছে। আবার এখন ছাত্রদলের সাথে কাজ করছে। এক জন ছাত্র এক সাথে দুই রাজনীতি করতে পারেনা। মূলত একারণেই তাকে মারধর করা হয়েছে।’
জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘তিনি ঘটনাটি শুনেছেন। তবে সবার আগে সম্রাট একজন শিক্ষার্থী । সে সুস্থ হওয়ার পর বিষয়টি তদন্ত করা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন