ছাত্রলীগ নেতার ওপর হামলার জেরে বিএনপি নেতার বাসা ভাংচুর
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারের উপর হামলার জের ধরে বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীর বাসা ভাংচুর হয়েছে।
মিজান সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর ফাজিলচিস্ত এলাকার এ ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য ছাত্রলীগ নেতা তুষার ছাত্রদলকে ও বিএনপি নেতা মিজান ছাত্রলীগকে দায়ি করেছেন।
এ ব্যপারে বিএনপি নেতা মিজান চৌধুরী বলেন, ৭০-৮০জন ছাত্রলীগ নেতাকর্মী তার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
ছাত্রলীগ কর্মীরা তার বাসার সামনে থাকা ২টি পাজেরো গাড়ি, ২টি মোটরসাইকেল, বাসার জানালার গ্লাস ও ড্রয়িং রুমে হামলা ও লুটপাট করেছে।
তাদের হামলায় আহত ড্রাইভারকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মিজান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সুবিদবাজারের তারাদিন রেস্টুরেন্টের সামনে পেয়ে ছাত্রলীগ নেতা আবদুল আলিম তুষারকে ধাওয়া করে কয়েকজন যুবক। তারা তুষার ও তার সঙ্গে থাকা আকাশকে মারধর করে।
একপর্যায়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করার পর পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ি করছে ছাত্রলীগ।
ছাত্রলীগের দাবি, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরীর অনুসারীরা এই হামলা চালিয়েছে।
এসএমপির বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার কথা স্বীকার করে যুগান্তরকে জানান, এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন