সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

স্বরূপে ফেরার ইঙ্গিত সৌম্য-মোস্তাফিজের

গত বছরটা একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের। আর ইনজুরি থেকে ফিরে নিজেকে মেলে ধরতে পারছিলেন না তরুণ টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

তবে সদ্য সমাপ্ত শ্রীলংকা সিরিজেই সৌম্য ও মোস্তাফিজের স্বরূপে ফেরার ইঙ্গিত পাওয়া গেল।

ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সৌম্য সরকার। প্রায় সব ম্যাচেই ছিলেন রানের মধ্যে। টেস্ট, ওয়ানডে ও টি ২০তে ব্যাট হাতে দলের জন্য ভালো কিছুই করেছেন।

অন্যদিকে বল হাতে শেষ টি ২০ ম্যাচে আগের মোস্তাফিজকেই পাওয়া গেল। স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানানোর কাজটা আবারও ভালোভাবেই করে দেখালেন ‘কাটার মাস্টার’ খ্যাত এ টাইগার পেসার।

শেষ টি ২০তে ২১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন নিজের প্রথম ওভারেই। প্রথম টি ২০তে অবশ্য উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ।

এদিকে ওয়ানডে সিরিজেও ৬ উইকেট লাভ করেছেন মোস্তাফিজ। তবে রানের চাকাটা আটকাতে ব্যর্থ ছিলেন মোস্তাফিজ। দুই টেস্টে মোস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট।

এই সিরিজে মোস্তাফিজের মোট উইকেট সংখ্যা ১৮টি।

অন্যদিকে গত বছরটা একেবারে বাজেভাবে কাটে ওপেনার সৌম্য সরকারের। ব্যাট হাতে কিছুতেই জ্বলে উঠতে পারছিলেন না।

চলতি বছর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই রানে ফেরার ইঙ্গিত মেলে। একটি টেস্ট খেলার সুযোগ পান। দুই ইনিংসে ১২২ রান করেন। এরপর ভারতে ৫৭ রান। তবে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে চার ইনিংসে ৩টিতেই ফিফটি করেন সৌম্য।

দুই টেস্টে করেন মোট ১৯৫ রান। ওয়ানডেতে অবশ্য আবারও নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য। তিন ম্যাচে করেন ৪৯ রান।

তবে টি ২০তে নিজেকে রূদ্রমূর্তিতে ফিরিয়ে এনেছেন সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি ২০তে করেন ৮১ রান।

শ্রীলংকার বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তোলেন সৌম্য। শেষ ম্যাচে ২০০ স্ট্রাইক রেটে ১৭ বলে করেন ৩৪ রান। প্রথমটিতে করেন ২০ বলে ২৯ রান।

শুরুটা ভালো হওয়ায় শ্রীলংকার বিপক্ষে শেষ টি ২০তে ভালো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচটি ৪৫ রানের ব্যবধানে জয় পায় টাইগাররা।

আগামী জুনে চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। তার আগে অবশ্য মে মাসে নিউজিল্যান্ড ও আয়াল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফর্মে ফেরাটা অবশ্যই টাইগারদের জন্য মঙ্গলজনক।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা