ছিনতাইকালে হাতেনাতে ধরা চলছে.. গণধোলাই
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এক মহিলার ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় জনতার হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ মানুষ।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ে আহত দুই ছিনতাইকারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে রিকশা আরোহী এক মহিলার গতিরোধ করে। তারা মহিলার কাছ থেকে ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
মহিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করেন। উত্তম-মধ্যমের এক পর্যায়ে এক ছিনতাইকারী পালিয়ে যায়। বাকি দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছিনতাইকারীরা হলো দক্ষিণ সুরমার কুচাই এলাকার আফতাব আলীর ছেলে রাবেল ও বিল্লাল আহমদের ছেলে রুবেল।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন