ছিনতাইকালে হাতেনাতে ধরা চলছে.. গণধোলাই
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এক মহিলার ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় জনতার হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ মানুষ।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ে আহত দুই ছিনতাইকারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে রিকশা আরোহী এক মহিলার গতিরোধ করে। তারা মহিলার কাছ থেকে ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
মহিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করেন। উত্তম-মধ্যমের এক পর্যায়ে এক ছিনতাইকারী পালিয়ে যায়। বাকি দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছিনতাইকারীরা হলো দক্ষিণ সুরমার কুচাই এলাকার আফতাব আলীর ছেলে রাবেল ও বিল্লাল আহমদের ছেলে রুবেল।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন