ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল কাসেম (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবুল কাসেম সীতাকুণ্ড পৌরসদরের ইয়াকুব নগর ওয়ার্ডের নূনাছড়া এলাকার বাসিন্দা।
গত রাতে সীতাকুণ্ড সদর থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আবুল কাসেম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল(চমেক) পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক পঙ্কজ কুমার বড়ুয়া।
তিনি বলেন, রাত নয়টার দিকে আবুল কাসেমকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবুল কাসেম সীতাকুণ্ড বাজার থেকে তাঁর বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌছালে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাথারি কুপিয়ে রাস্তার ফেলে রেখে যায়। তাঁর আত্মচিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
স্থানীয়দের দাবি, নিহত আবুল কাসেম পুলিশের সোর্স ছিল। তবে বিষয়টি অস্বীকার করেছেন সীতাকুণ্ড মডেল থানার সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশের পদধারী কোন সোর্স নাই। যে তথ্য দিবে সেই সোর্স।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন বলেন, তিনি ঘটনাস্থল ও আবুল কাসেমের বাড়ি গিয়ে ঘটনার সম্পর্কে কিছু জানতে পারেননি। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা করছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন