ছেলের মায়ের বয়সী ব্রাজিলিয়ান বউকে নিয়ে যা বললেন রকিবের বাবা-মা
ফেসবুকে পরিচয় সূত্রে প্রেমিকের টানে বাংলাদেশে আসা। অতঃপর বিয়ে।
শনিবার ব্রাজিলে চলে যান সেওমা।
শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানান স্বামী আবদুর রকিব। এর আগে গত ৩১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা (বারৈকান্দি) গ্রামে আসেন ব্রাজিলীয় নারী সেওমা।
৩ জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করে পরদিন কলেজছাত্র আবদুর রকিবের সঙ্গে বিয়ে হয় সেওমার।
শাহজালাল বিমানবন্দরে বিদায় বেলায় অল্প সময়েই নবীগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।
বিদায়বেলায় অনেকের চোখই জানান দিচ্ছিল তার প্রতি ভালবাসার কথা।
দীর্ঘ ২৯ দিনের মধ্যে মাধবকুন্ডসহ দেশের বিভিন্ন পর্যটন স্থানে ঘুরে দেখেন সেওমা।
এরই মাঝে স্বামীর আত্মীয়-স্বজনদের বাড়িতেও দাওয়াত খেয়েছেন তিনি।
রকিবুলের মা বলেন, ’সেওমা আমার ছেলে রকিবকে তার সঙ্গে ব্রাজিল নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে অবস্থিত ব্রাজিলিয়ান দূতাবাসে নিয়ে যান।
কিন্তু আইনি জটিলতার কারণে তার ভিসা হয়নি।তবে তাকে রেখে চলে গেলেও তার দেশে পৌঁছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর স্বামীকে ব্রাজিল নেয়ার সব কার্যক্রম করা হবে বলে সেওমা জানিয়ে গেছে সেওমা।
আমার কাছে তাকে খুব ভালো মনের মনে হয়েছে। বয়স একটু বেশি আর কি’। একথা বলে তিনি একটু হাসেন।
সেওমা প্রসঙ্গে রকিব বলেন, ’সে খুব ভাল মেয়ে। তাকে খুব মিস করছি।
যে মেয়ে আমাকে ভালবেসে সুদূর ব্রাজিল থেকে আমার কাছে ছুটে আসে তাকে কখনও ভুলতে পারব না।’
রকিবের বাবা আছকান উদ্দিন জানান, ’তার পুত্রবধূ সেওমা খুবই ভদ্র ও ভালো মেয়ে।
প্রায় ২৯ দিন বাড়িতে থাকায় খুব ভাল লেগেছে। চলে যাওয়ায় মনটা খারাপ লাগছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন