ছোট্ট দুই ভাইকে হত্যার লোমহর্ষক বর্ণনা সৎভাইয়ের
চকোলেট কেনার জন্য জয়কে দোকানে পঠিয়ে মনিকে হত্যা করি। পরে জয় ফিরে আসলে তাকেও একই কায়দায় হত্যা করি।
মঙ্গলবার বিকালে কুমিল্লার আদালতে ঘাতক সফিউল ইসলাম ছোটন এভাবে সৎ দুই সহোদর ভাইকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন।
প্রসঙ্গত, কুমিল্লার ঢুলীপাড়া এলাকায় গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়।
জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই ছোটনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ওইদিন রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন শিশু দুটির মা রেখা বেগম।
বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় নিহত দুই শিশুর সৎভাই ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র ছোটনকে সোমবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করে জেলা ডিবি ও পুলিশের একটি যৌথ টিম।
মঙ্গলবার বিকালে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় সহোদর দুই সৎভাইকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন ছোটন।
তিনি বলেন, ১০ বছর আগে তার মায়ের অনুমতি না নিয়েই বাবা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর বাবা ও সৎমা তাদের সঙ্গে (সফিউল, তার বোন ও মা) খারাপ আচরণ শুরু করেন। তার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করেন। তার মা বাড়ি এলে থাকতে দিতেন না। ফলে তার মা পথে পথে ঘুরে বেড়ান। তার পড়াশোনার খরচ কমিয়ে দেন।
ছোটন বলেন, সর্বশেষ পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হবে বলে তিনি জানতে পারেন। তাই মাকে মর্যাদা না দেয়া ও পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকায় তিনি দুই ভাইকে খুন করেন।
দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তিনি গত শনিবার দুপুরে রশি দিয়ে বেঁধে ও বালিশ চাপা দিয়ে জয় ও মনিকে হত্যা করেন বলে জবানবন্দিতে স্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন













