ছোট ফ্ল্যাট কিনে দেয়ায় বাবা-মাকে মারধর!

ভিডিও ফুটেজ থেকে নেয়া ছবি
বাবা-মা যখন সন্তানকে নতুন ফ্ল্যাট কিনে দেন, তখন সন্তানের খুশি হওয়াই উচিত। কিন্তু চীনের এক দম্পতির ভাগ্যে সন্তানের কৃতজ্ঞতার বদলে জুটেছে চড়-থাপ্পড়।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনে লজ্জাজনক এ ঘটনাটি ঘটেছে। খবর বিবিসি বাংলার।
জানা গেছে, হারবিনের এক যুবককে তার বিয়ের উপহার হিসেবে বাবা-মা একটি নতুন ফ্ল্যাট কিনে দেন।
কিন্তু ফ্ল্যাটটি বেশ ছোট এই অভিযোগ করে যুবকটি বাবা-মায়ের সঙ্গে বচসা শুরু করেন। এমনকি এক পর্যায়ে রাস্তার ওপর বাবা-মাকে মারধর করতে থাকেন।
এক প্রত্যক্ষদর্শী ওই ঘটনার ভিডিও শেয়ার করলে কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
ফুটেজে দেখা যাচ্ছে, যুবকটি মা ও বাবার মাথায় ক্রমাগত থাপ্পড় মারছেন। বাবা-মা কোনো প্রতিবাদ করছেন না। শুধু হাত দিয়ে তাদের মাথা ঢেকে রাখছেন।
এই দৃশ্য দেখে পথচারীরা যুবকটিকে জাপটে ধরে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
ওই যুবক স্বীকার করেছে, উপহার হিসেবে পাওয়া ফ্ল্যাটটি আয়তনে বেশ ছোট ছিল বলে সে ক্ষিপ্ত হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
	পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
	এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
	৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন













