শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছোলা এখন ব্যবসায়ীদের কাছে সোনা

পুরান ঢাকার রহমতগঞ্জের ব্যবসায়ীরা নাকি কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতারা? দাম বাড়াচ্ছেন কারা? রোজার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে সুযোগ বুঝে দ্বিতীয় ধাপে বাড়িয়ে দেওয়া হয়েছে ছোলার দাম। এই সময়ের সব থেকে বেশি প্রয়োজনীয় এই ভোগ্য পণ্যটি পাইকারিতেই বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে।

যার দ্বিগুণ প্রভাব পড়ছে খুচরা বাজারে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এমনকি আরো বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। এই পরিস্থিতিতে একে-অপরকে দোষারোপ করেই সারা হচ্ছে দায়। সারা দেশে ‘টিসিবি’র কম মূল্যে উন্মুক্ত বিক্রয় সেবাও লাগাম টানতে পারেনি ঊর্ধ্বমুখী ছোলার বাজারের।

পুরান ঢাকার রহমতগঞ্জ হয়েই রাজধানীর আড়তগুলোতে ভোগ্য পন্য ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম পাইকারি আড়ত রাজধানীর কারওয়ান বাজার। সেখানে ছোলা ও ডালের পাইকারি দোকান বি-বাড়ীয়া জেনারেল স্টোরের বিক্রেতা ‘হালিম জমাদার’র সাথে ‘বিডি টুয়েন্টিফোর লাইভ’ প্রতিবেদকের কথা হয়। পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “কিছু হইলেই খালি আমাঘো দোষ! আমাগোর উপরে নিচেও তো অনেক আছে। তাঁদের কথা তো আপনারা বলেন না”।

তবে চাহিদার বিপরীতে জোগান স্বল্পতাকেই দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দাবি করছে পাইকারি বিক্রেতাদের অনেকে। ব্যস্ত এই পাইকারি বাজারটি ঘুরে দেখা যায় খুচরা বিক্রতাদের ব্যাপক হাক ডাক। তবে দাম বাড়ার এই খেলায় নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষ। কষ্টার্জিত অর্থের এই অনিষ্টে ক্ষুব্দ তাঁরা।

এমনই একজন ইশতিয়াক রাহমান। রাজধানীর কারওয়ান বাজার এলাকাতেই একটি কোম্পানিতে চাকরি করেন। বেহিসেবি দাম বৃদ্ধির যন্ত্রণায় রোজার বাজার করতে পাইকারি বাজারেই চলে এসেছেন তিনি। সেখানে এসেও চিন্তার ভাঁজ কপালে। দাম বেড়েছে এখানেও।

তিনি বলেন, “যন্ত্রণার শেষ নেই, একটা উপলক্ষ পেলেই হুহু করে দাম বাড়তে শুরু করে। সেখানে ছোলাকে তো এখন ব্যবসায়ীরা সোনা মনে করছে। মাজখান থেকে আমরা সাধারণরা মরছি”।

মধ্যসত্তভোগী ও পাল্টাপাল্টি অভিযোগের দোলাচলে লাগামহীন ছোলার বাজার এখন সাধারণ মানুষের কপালের কুনে ভাজেরই জন্ম দিচ্ছে না বরং অস্থিতিশীল করছে পুরো বাজার ব্যাবস্থাকে।

নিয়মিত এই দাম বৃদ্ধির বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সদস্য সচিব ‘আনোয়ার পারভেজ’ বিডি টুয়েন্টিফোর লাইভ কে বলেন, ‘এটি অনৈতিক। এখানে সরকারের একটি সুষ্ঠু মনিটরিং ব্যবস্থা থাকা প্রয়োজন। শুধুমাত্র শাস্তি দিয়েই কোন অপরাধ ঠেকানো যায় না। ভোক্তা অধিকার রক্ষায় সরকারকেই দৃঢ় পদক্ষেপ নিতে হবে, এর কোন বিকল্প নেই”।

উল্লেখ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উন্মুক্ত বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি করছে ৭০ টাকা করে। রমজান উপলক্ষে সারা দেশে ১৭৪ টি এবং রাজধানীতে ২৫ টি পয়েন্টে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত কম মূল্যে কিক্রি করছে ‘টিসিবি’।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি

মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন

রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন

  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
  • আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
  • জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল
  • অবসরের চার বছর পর আইজিপি হলেন বাহারুল আলম
  • ধর্ম উপদেষ্টা: ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়
  • ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১,৬৬৪ কোটি টাকা
  • আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা