বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিসিবিও চায় সাসেক্সে খেলুক মুস্তাফিজ

আগামী ১০জুন সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে মাঠে নামার কথা রয়েছে মুস্তাফিজুর রহমানের। তবে টানা ৫৫ দিন আইপিএলের খেলার জন্য ভারতে কাটিয়ে এসে মুস্তাফিজ শারিরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন এ পেসার। তাই সাসেক্সের হয়ে খেলার ব্যাপারটি তার শারীরিক অবস্থার উপরই নির্ভর করবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে ফিট থাকলে তাকে কাউন্টিতে দেখতে চান এ নির্বাচক। কারণ, কাউন্টির অভিজ্ঞতা হলে ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের জন্যই ভালো হবে। এছাড়া উপমহাদেশের বাইরে এটা হবে তার প্রথম খেলার অভিজ্ঞতা।

মুস্তাফিজ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান নির্বাচক ফারুক বলেন, ‘যদি মুস্তাফিজ ফিট থাকে তাহলে তার সেখানে (কাউন্টি) খেলা উচিৎ। কাউন্টি ক্রিকেট যে কোন ক্রিকেটারের কাছে স্বপ্নের মত। কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়া মানে সে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত দেশগুলোতে খেলতে যাওয়ার স্বাদ নেয়া। আমার মতে কাউন্টি ক্রিকেটে একবছর খেলা আর উপমহাদেশে চার বছর খেলা এক সমান। মুস্তাফিজের সিমিং কন্ডিশনে খেলা উচিৎ। তার সাসেক্সে খেলার অভিজ্ঞতা পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাভবান হবে বাংলাদেশ।’

তবে দেশের বাইরে এতো ক্রিকেট খেললে মুস্তাফিজকে খেলার রহস্য উন্মোচন হয়ে যাতে পারে কি না এমন প্রশ্নে ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসের উদাহরণ টেনে প্রধান নির্বাচক বলেন, ‘যখন ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস তাদের ক্যারিয়ার শুরু করে তাদের বোলিং নিয়ে অনেক গবেষণা হয়েছে; কিন্তু সে সবই ভেস্তে গিয়েছে। কোন কিছুই তাদের ক্যারিয়ারে সমস্যা করতে পারেনি। আমার মনে হয় মুস্তাফিজের অনেক লম্বা এবং সাফল্যপূর্ণ ক্যারিয়ার রয়েছে। সে তার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতে জানে। সে বর্তমান ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক বোলার।’

একই কথা বললেন বিসিবির অন্যতম ডিরেক্টর মাহবুব আনামও। তার মতে মুস্তাফিজ কাউন্টিতে খেললে বাংলাদেশই লাভবান হবে। তবে এর আগে অবশ্যই তার শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা করতে হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিসিবি মুস্তাফিজের শারীরিক এবং মানসিক কন্ডিশন বিবেচনা করবে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অনেক লাভবান হবে যদি সে সাসেক্সে খেলতে যায়। তাই সাসাক্সের হয়ে সে খেললে এটা বাংলাদেশেরই লাভ।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা