ছয় মাস বয়সে ওয়াটার-স্কি চালক (ভিডিও সহ)
ছয় মাস বয়সে শিশুরা সাধারণত বসা থেকে হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে। বসা থেকে প্রথমবার হামাগুড়ি দেওয়ার জন্য হাত ও হাঁটু এগিয়ে যখন উপুড় হয়ে পড়ে যায়, এটা দেখেই বাবা মার খুশির অন্ত থাকে না। এরপর আস্তে আস্তে তার হামাগুড়ি দেওয়া- সে কি আনন্দের! খুসিতে অনেকেই ক্যামেরাবন্দী করেন প্রথম হামাগুড়ি দেওয়ার সেই দৃশ্য।
কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট অং দম্পতি ক্যামেরাবন্দী করেছেন তার কন্যাসন্তানের আরো চমৎকার একটি দৃশ্য। ছয় মাস বয়সে ওয়াটার-স্কি চালিয়ে রেকর্ড গড়েছে সেন্ট দম্পতির কন্যা জায়লা।
সম্প্রতি ফ্লোরিডার উইন্টার হ্যাভেনের একটি লেকে ওয়াটার-স্কি চালানোর দৃশ্য ভিডিও করে ইউটিউবে পোস্ট করেছেন ওই দম্পতি।
সেন্ট অং গণমাধ্যমে এক সাক্ষাতকারে জানান, জায়লা গত বুধবার উইন্টার হ্যাভেনের সিলভার লেকে ৬৮৬ ফুট পর্যন্ত ঠিকভাবে ওয়াটার-স্কির হাতল (হ্যান্ডেল) ধরে রেখেছে। এরপর তাকে আমাদের থামিয়ে দিতে হয়েছে। তা না হলে সে আরো দূরে যেত।
মজার বিষয় হলো, ৩০ ইঞ্চি উচ্চতা ও ২০ পাউন্ড ওজনের জায়লা এখনো পর্যন্ত হাঁটতে শিখেনি। অথচ কাঠের তৈরি একটি ছোট ওয়াটার-স্কির উপর সে দাঁড়িয়ে থাকতে পারে অনায়াসে। দক্ষ হাতে ধরে রাখে ওয়াটার-স্কির হাতল।
অং জানান, এ সময় জায়লাকে দেখতে দারুন লাগছিল। গোলাপি ও বেগুনি রংয়ের লাইফ জ্যাকেট পরে সে ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে চলে। এই বয়সে এমন গতিতে যে কেউ সমস্যায় পড়তে পারে।
সবচেয়ে কম বয়সি ওয়াটার-স্কি চালক হিসেবে জায়লা রেকর্ড করেছে বলে দাবি করেছেন সেন্ট অং।
যদিও যুক্তরাষ্ট্র ওয়াটার-স্কির মুখপাত্র স্কট অ্যাটকিনসন বলেছেন, তাদের কাছে সবচেয়ে কম বা বেশি বয়সি ওয়াটার-স্কি চালকদের কোনো রেকর্ড নেই। শুধু জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের তালিকা রয়েছে।
তবে অ্যাটকিনসন বলেন, আমি মনে করি এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হতে পারে।
অং জানান, তিনি গিনেসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তারা জানিয়েছেন যে ১৬ বছরের নিচের কোনো ব্যক্তিগত রেকর্ড তাদের কাছে থাকে না।
অং বলেন, অনেকেই মনে করতে পারেন এত কম বয়সে ওয়াটার-স্কি চালাতে দেওয়া ঠিক নয়। কিন্তু ব্যক্তিগত লেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেই এটা করা হয়। আমি এ বিষয়ে পরিকল্পনা করেছি এবং এর জন্য সে (জায়লা) প্রস্তুত।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন