‘জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নৈতিক মূল্যবোধে জাগ্রত হওয়ার জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আজ ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে ডিন্স এ্যাওয়ার্ডপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদপত্র প্রদানের পর এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এবার পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষদের তিন শিক্ষক এবং ২০১৪ সালের বিএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৩০ শিক্ষার্থী এ এ্যাওয়ার্ড পান।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো: হাসিনুর রহমান খান এবং একই ইনস্টিটিউটের প্রভাষক আজমেরী জামান।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন – আনিকা তাহসিন, রেদওয়ান মো: হাবিবুল্লাহ, ইফ্ফাত নূর এশা, প্রিয়াঙ্কা দত্ত (পদার্থবিজ্ঞান), মো: মিজানুর রহমান, সুজিত কুমার বালা, অমিত কুমার সাহা, হযরত আলী, মুরশেদ আহমেদ অভি, মারিয়া মাহবুব, রেজওয়ানা রাজ্জাক অঙ্গনা, হাসনা হেনা, নজরুল ইসলাম (গণিত), ফারাহ জেবা, মো: মাজহারুল ইসলাম (রসায়ন), এ এইচ এম মুশফিকুর রহমান নবীন, মোসা: সোনিয়া খাতুন, মো: সাকিবুর হাসান, রুবাইয়া আহমেদ, মো: মাহমুদুর রহমান, মো: আবদুল খালেক, মো: মঞ্জুর মুর্শেদ, মো: রিজুয়ান হক (পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান), এলিজাবেথ বিয়াঙ্কা সরকার, ফারহানা নবী, নুসমা রহমান, শামসিয়া সোবহান, মো: বেলাল হোসেন, মীর রায়হানুল ইসলাম এবং শায়লা শারমিন (ফলিত পরিসংখ্যান)।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন