জঙ্গিবাদ রুখলে দেশের উন্নয়ন আরো বাড়বে : আইনমন্ত্রী
জঙ্গিবাদ রুখে দিলে দেশের উন্নয়ন আরো দ্রুত সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা থাকলে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হবে বলেও জানান তিনি।
গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবনির্মিত থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘আজকের বিশ্বে যে সমস্যা খুবই প্রকট, সেটা হচ্ছে জঙ্গিবাদের সমস্যা। আমাদের নেতা বলেছেন, জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্স। এই জিরো টলারেন্স আনতে গেলে, পরিবারের প্রত্যেক সদস্যকে কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে অত্যাধুনিক পুলিশ, তাদের মাইন্ডসেট চেইঞ্জ হয়ে গেছে, তারা জনগণের সেবক। সেই মনোভাব নিয়ে সবাই মিলে জঙ্গি দমন করি। জঙ্গি দমন করতে পারলে আমাদের উন্নতি আরো তাড়াতাড়ি হবে।’
মাদককে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে আপনারা যদি সোচ্চার না হন, তাহলে সবকিছু পুলিশ করে দিতে পারবে না। জনগণের উন্নয়ন যখন আমাদের ব্রত, নিশ্চয়ই জনগণের সঙ্গে থেকেই আমরা এগিয়ে যাব। জনগণের সহযোগিতা পেলেই ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়ন করা সম্ভব হবে।’
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও কসবা উপজেলার চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন