জঙ্গি অভিযানে আহত পুলিশ কর্মকর্তা ঢামেকে চিকিৎসা নিলেন
গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় আহত এক পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হান্নানকে (২৭) আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তিনি সোয়াত টিমের সদস্য।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে জানান, আহত পুলিশ কর্মকর্তার বাম হাতের তালুতে গুলি লেগেছে। তাই তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে যান।
পুলিশ জানিয়েছে, গাজীপুর সদর উপজেলার হারিনাল পাতারটেক এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় আবদুল হান্নান আহত হন। ওই অভিযানে সর্বশেষ সাত জঙ্গি নিহত হয়।
এর আগে হারিনালের পাতারটেক থেকে এক কিলোমিটার দূরে লেবুবাগান এলাকায় আরেকটি ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে দুই ‘জঙ্গি’ নিহত হয়।
একই দিন টাঙ্গাইলেও আরেকটি অভিযানে আরো দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই দিনে দুই জেলার তিনটি স্থানে অভিযানে ১১ ‘জঙ্গি’ নিহতের ঘটনা ঘটল।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন