জঙ্গি ধরতে ইডেন কলেজ হোস্টেলে পুলিশের তল্লাশি

ইডেন মহিলা কলেজের হোস্টেলে জঙ্গি বিরোধী অভিযানে রুমে রুমে তল্লাশি চালিয়েছে পুলিশ। বেশ কয়েকজন ছাত্রীকে থানায় নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ কাউকে আটক করার কথা অস্বীকার করেছে।
রোববার দিবাগত রাত ৮টা থেকে কলেজের হোস্টেলে এ তল্লাশি চালায় পুলিশ। তথ্যটি নিশ্চিত করেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকজন ছাত্রীকে সন্দেহভাজন হিসেবে নিয়ে আসা হয়। তবে এখনো কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সাঙ্গে আলোচনা করে আটকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের এক শিক্ষার্থী জানান, রাতে প্রতিটি ছাত্রীর রুমেই অভিযান চালায় পুলিশ। এসময় অন্তত ১৫ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা হয় বেশ কিছু ‘জিহাদি’ পুস্তকও।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন