জবির ৩ শিক্ষার্থীকে পেটালো পরিবহন স্টাফরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছে তানজিল পরিবহনের বাস স্টাফরা।শনিবার (১ অক্টোবর) রাত দশটায় স্টুডেন্ট ভাড়া দেয়া নিয়ে বিতর্কের জের ধরে মিরপুর-১ এর গোল চত্বরে এ ঘটনা ঘটে। এই তিন ছাত্র হলেন ১১তম ব্যাচের অয়ন (একাউন্টিং) ও রাজন (নাট্য কলা), ১০ম ব্যাচের কনক হিমু (ভূগোল ও পরিবেশ) ।
সুত্র জানায়, শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাসায় ফিরছিলেন এই তিন ছাত্র। তারা ছাত্র হিসেবে সদরঘাট থেকে মিরপুরের ভাড়ার অর্ধেক ভাড়া দিতে চাইলে তানজিল পরিবহন ঢাকা মেট্রো জ-১১১০১৭ এর স্টাফরা এ ভাড়া নিতে অস্বীকৃতি জানায় । কেন স্টুডেন্ট ভাড়া নেয়া হবে না, এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বাস মিরপুর-১ এর গোল চত্তরে পৌঁছালে তানজিল পরিবহনের অন্যান্য স্টাফরা মিলে তাদের উপর চড়াও হয়।
এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতি একপার্যয়ে আরো কয়েকজন তানজিল বাস স্টাফ ছাত্রদের বেধরক পেটাতে থাকে। এতে তিন জনই মারাত্মক ভাবে আহত হন। তাদের প্রচুর রক্তক্ষরণ শুরু হলে প্রত্যক্ষদর্শীরা মিরপুর সেলিনা হসপিটালে ভর্তি করায়।
খোঁজ নিয়ে জানা যায়, অয়নের হাতের আঙ্গুলে ফ্রাকচার হয়।রাজনের হাতে ও পায়ে আঘাত পায়। হিমুর মাথা ফেটে যায়। হিমুর মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত তারা হসপিটালে ভর্তি ছিলেন।
আহত কনক হিমু জানায়, তারা অর্ধেক ভাড়া দিতে চাইলে তাদেরকে বাসের কর্মচারীরা নিতে অস্বীকৃতি জানায় এবং নানা উষ্কানিমুলক আচরন ও অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে। তারা প্রতিবাদ করলে এক পর্যায় তাদের গায়ে হাত তুলে বাসের অন্যান্য স্টাফরা।
এ বিষয়ে জানতে চাইলে তানজিল বাসের পরিচালক আবুল হোসেন জানান, শনিবার বাসের ভাড়া নিয়ে স্টাফদের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। তবে ঐ তিন ছাত্র আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙ্গে ফেললে উপস্থিত লোকজন তাদেরকে পাল্টা জবাব দেয়। এতে আমাদের কোন লোক তাদের গায়ে হাত দেয় নি। তিনি আরো বলেন সেই গ্লাস ভাঙ্গা গাড়ি দুটি দারুস সালাম থানায় আটক আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বিষয়ে বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোন লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন