জমজমের পানি আমি ভীষণ বিশ্বাস করি : অপু বিশ্বাস
খবর ছিল অপু বিশ্বাস ঢাকায় ফিরেছেন। অপু বিশ্বাসের ফেসবুক থেকে বিভিন্ন মেসেজ ও ইঙ্গিতপূর্ণ বার্তা থেকে এমনটাই জেনেছিল দেশের গণমাধ্যমগুলো। কিন্তু অপু বিশ্বাসের যেন এবার ঘুম ভাঙলো। দশ মাস অন্তরালে চলে যাওয়া অপু বিশ্বাস এবার সরাসরি দেশের গণমাধ্যমের সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছেন। কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। এমনই অডিও টেপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ার ওই অডিও টেপে একজন গণমাধ্যমকর্মীর সাথে আলাপচারিতা উঠে এসেছে। সেখানে খুব স্বাভাবিকভাবে আলাপচারিতায় অংশ নিয়েছেন ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা। নানা কথার ফাঁকে অপু জানতে চান অনন্ত জলিল ও বর্ষার কথা। তারা যে ওমরাহ হজ করেছেন সে বিষয়টিও জানতে চান।
অপু বলেন, বাংলাদেশের এই তারকা দম্পতিকে তার খুবই ভালো লাগে। অনেক পছন্দের তারা। তিনি জানতে চান মক্কা থেকে জমজম পানি এনেছে কি না! যদি এনে থাকে তাহলে তাঁর জন্য যেন রাখে-ওই সাংবাদককে বলেন অপু। অপু বলেন, জমজম পানি আমার খুব পছন্দের পবিত্র পানি। এই পানিকে তিনি খুব পবিত্র পানি মনে করেন। অপু বলেন, জমজমের পানি আমি ভীষণ বিশ্বাস করি। আমার কথা বলবেন আমাকে যেন খেজুর ও জমজম পানি যেন রাখে।
এছাড়াও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শাকিবের সাথে বিয়ের প্রসঙ্গ আসলে সেটাকেও গুজব হিসেবে অভিহিত করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন