জমি নিয়ে বিরোধ, যুবকের আত্মহত্যা
ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামে শামীম মণ্ডল (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম ওই গ্রামের মৃত কদর মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, রাতে পারিবারিক কলহের জের ধরে ভাই মমিন মণ্ডল ও সাইফুল মণ্ডলের সঙ্গে বাক-বিতণ্ডা হয় শামীমের। এক পর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশে পান বরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শামীম। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শামীম আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
তবে তার স্ত্রী জোস্না বেগম জানান, জমির কারণে তার স্বামীকে হত্যা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন