শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জসিম উৎসব নিয়ে ছেলে রাহুলের মিশ্র প্রতিক্রিয়া

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক জসিমকে নিয়ে গড়ে ওঠা একটি স্মৃতি একাডেমির কর্মকাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন জসিমের ছেলে এ কে রাহুল। একাডেমির নাম ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’, গতকাল মঙ্গলবার নিজেদের বর্ষপূর্তি উপলক্ষে তারা বিকেল ৫টায় বিএফডিসিতে মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে ‘নায়ক জসিম উৎসবে’র আয়োজন করে। আর এই আয়োজন নিয়ে জসিমপুত্র বলেন, বাবাকে নিয়ে আয়োজন তাই ভালো লাগছে, কিন্তু আয়োজনটির ভেতর ভালোবাসা কম, বাণিজ্য বেশি, এমনটাই দাবি করলেন তিনি।

মৃত্যুর ১৮ বছর পর গতকালই প্রথমবারের মতো জসিম উৎসব অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘বাবার অনুষ্ঠানে আমি অতিথি, এটা ভালো লাগছে। তা ছাড়া বাবার নামে এফডিসিতে একটি ফ্লোর আছে, সেখানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি, সেটাও ভালো লেগেছে। আয়োজনটা যেমনই হোক, বিষয়টা ভালো লাগছে। তবে এই অনুষ্ঠান আমাদের পরিবারের অনুমতি ছাড়া আয়োজন করা হয়েছে। এটা আমাদের কাছে কখনই কাম্য নয়। যাঁরা আয়োজন করেছেন, তারা কেউই চলচ্চিত্রের লোক নন। আমি যেটা জানি যে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা ক্যামেরা ভাড়া দেয়, এডিটিং ও অভিনয় শেখায়। এমন একটি প্রতিষ্ঠানের বদলে যদি এটি এফডিসির কোনো সংগঠন আয়োজন করত, তাহলে বেশি ভালো লাগত।’

অনুষ্ঠান আয়োজকরা জসিম সম্পর্কে তেমন কিছুই জানেন না মন্তব্য করে রাহুল বলেন, ‘আমার বাবাকে নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়, সেটি আমরা হতে দেব না। আগামী বছর এই অনুষ্ঠান করতে চাইলে আমাদের অনুমতি লাগবে। আর আমরা চাইব সার্বিক একটি অনুষ্ঠান হোক। সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্টরা যুক্ত হলে আরো ভালো লাগবে।’

এদিকে, জসিমকে নিয়ে পারিবারিক উদ্যোগে এত দিন কিছু না হওয়ার কারণ ব্যাখ্যা করে রাহুল বলেন, ‘বাবা যখন মারা যান, তখন আমি ছোট ছিলাম। বড় হওয়ার পর চলচ্চিত্রের যে অবস্থা দেখেছি তখন আর এমন উৎসব করার পরিবেশ ছিল না। চলচ্চিত্র নিজেই খারাপ অবস্থায় ছিল। এখনো আগের মতো চলচ্চিত্র হচ্ছে না। পরিবেশটা কেমন পাল্টে গেছে।’

নিজের কাজ সম্পর্কে রাহুল বলেন, ‘আমি বাবার কাছ থেকে শিখেছি নিজের যেটা ভালো লাগে, সেটিই করতে হবে। আমার ছোটবেলা থেকে গান ভালো লাগে। আমি মিউজিক নিয়ে কাজ করছি। আমাদের একটি ব্যান্ডদল আছে, সেখানে আমি গিটার বাজাই। এ ছাড়া বেশ কয়েকটি টেলিছবির মিউজিক করেছি। চলচ্চিত্রে মিউজিক করার ইচ্ছে রয়েছে। যদি ভালো ছবি হয়, সেক্ষেত্রে কাজ করব।’

গতকালের আয়োজন নিয়ে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’র সত্বাধিকারী সোহেল রানা বলেন, ‘আমি ভালোবাসা থেকেই নায়ক জসিমকে নিয়ে এই উৎসব করে থাকি। এখান থেকে কোনো ব্যবসা আমি করি না। গত ৮ অক্টোবর জসিমের মৃত্যুবার্ষিকীতে আমি এফডিসিতে বিশেষ ভোজের আয়োজন করেছি। ব্যবসার উদ্দেশ্য থাকলে তো সেটি আমি করতাম না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন