জাগৃতি প্রকাশনীর খোঁজ নিলেন ডিএমপি কমিশনার
কয়েক মাস আগে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হওয়া ফয়সল আরেফিন দীপনের প্রকাশনী জাগৃতির স্টল পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমানের সঙ্গে কথা বলেন এবং প্রকাশনীর খোঁজখবর নেন।
আজ রবিবার সন্ধ্যায় মেলায় আসেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি জাগৃতি প্রকাশনীর স্টলে গিয়ে দীপনের স্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান বই বিক্রির অবস্থা। নিরাপত্তাব্যবস্থা কেমন সে সম্পর্কে তিনি দীপনের স্ত্রীর কাছে জানতে চান। এ সময় দীপনের স্ত্রী রাজিয়া জানান, নিরাপত্তায় তারা সন্তুষ্ট। বইমেলার সার্বিক অবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন জাগৃতির বর্তমান কর্ণধার।
পরে ডিএমপি কমিশনার অবসর প্রকাশনীর স্টলে গিয়ে খোঁজখবর নেন।
এ সময় ডিএমপি কমিশনার জানান, বইমেলার সার্বিক নিরাপত্তায় তারা সর্বাত্মক চেষ্টা করছেন। প্রকাশকদের সুযোগ-সুবিধার বিষয়টি তাদের বিবেচনায় আছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশের দ্বারস্থ হলে যথাসম্ভব সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ডিএমপি কমিশনার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন