জাতীয় লিগে মেয়েদের ম্যাচ ফি ৬০০ টাকা!
পারফরম্যান্স যেমনই হোক না কেন, শেষ কথা হলো বাংলাদেশের মেয়েরাও ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ খেলে। কিন্তু বরাবরই আর্থিক ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নারী ক্রিকেটাররা। প্রচণ্ড গরমে এবার অর্থনৈতিক দিক থেকে নারী ক্রিকেটাররাও আরও বেশি বঞ্চিত হতে যাচ্ছেন।
কম আর্থিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে হয়তো নতুন রেকর্ডও হতে যাচ্ছে। এবারের জাতীয় লিগে মেয়ে ক্রিকেটাররা এ দাবদাহের মধ্যে এক ম্যাচ খেলে পাবেন মোটে ৬০০ টাকা করে। তাদের ম্যাচ ম্যাচ ফি ধরা হয়েছে ৬০০ টাকা!
ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ ক্রিকেটে তো প্রশ্নই ওঠে না, আজকাল সারা দেশে ক্রিকেটের যে জোয়ার, তাতে পাড়ার ক্রিকেটেও ৫০ ওভারের ম্যাচে এত কম টাকায় কেউ খেলে না। নারী ক্রিকেটারদের মধ্যে যারা ঢাকার প্রিমিয়ার নারী ক্রিকেট লিগ খেলেন, তারাও গড়পড়তা এক ম্যাচে ৭ থেকে ৮ হাজার, কেউ কেউ ১০ হাজার টাকার ওপরে অর্থ পান।
সেই ক্রিকেটারদের জন্য জাতীয় লিগে এক ম্যাচে বরাদ্দ মাত্র ৬০০ টাকা। ভাবা যায়!
বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট উইংয়ের প্রধান আব্দুল আওয়াল চৌধুরী ভুলু মিডিয়াকে এ তথ্য দিয়েছেন। আজ শেরেবাংলায় সাংবাদিকদের সাথে আলাপে মহিলা ক্রিকেট উইং প্রধান বলেন, ‘আমরা ৫০ ওভারের ফরম্যাটের জাতীয় লিগের ম্যাচ পিছু মেয়েদের ৬০০ টাকা করে ম্যাচ ফি দেব।’
প্রসঙ্গত, আগামী ১৬ মে থেকে কক্সবাজারে মেয়েদের জাতীয় ক্রিকেট শুরু হবে। তাতে নারী ক্রিকেটারদের এত কম ম্যাচ ফি কেন? এ প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল চৌধুরী ভুলু বলেন, ‘ছেলে ক্রিকেটারদের জন্য যেমন নির্দিষ্ট ফান্ড থাকে, সত্যিকার অর্থে নারী ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য আমাদের কোনো নির্দিষ্ট ফান্ড নেই। আইসিসি থেকেও নারী ক্রিকেটারদের জন্য কোন অর্থ বরাদ্দ আসে না। আমরা বিসিবির কাছ থেকে যা পাই তা দিয়েই নারী ক্রিকেট চালাই।’
নারী ক্রিকেট উইং প্রধান আরও বলেন, ‘আগে কোনই ম্যাচ ফি ছিল না। আমরা সর্বশেষ আসর থেকে ৬০০ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বিসিবি এবার প্রতিটি বিভাগীয় দলের জন্য বরাদ্দ বাড়িয়েছে। আগে প্রতি বিভাগের জন্য বরাদ্দ ছিল ৬০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ করা হয়েছে।
উল্লেখ্য, ছেলেদের মতো জাতীয় নারী ক্রিকেটাররাও বোর্ডের কাছ থেকে মাসিক বেতন পান। ১৭ জাতীয় নারী ক্রিকেটারকে চার ক্যাটাগোরিতে ভাগ করে মাসিক বেতন দেয়া হয়। এ + ক্যাটাগরির বেতন ৩০ হাজার টাকা। এ গ্রেডের বেতন ২৫ হাজার টাকা। বি গ্রেডের ১৫ হাজার টাকা আর সি গ্রেডের নারী ক্রিকেটাররা মাসে ১০ হাজার করে বেতন পান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন