জাদুকর অপবাদে শিশুকে ফেলে দিল বাবা-মা!
জাদুকর অপবাদে মাত্র দেড় বছরের শিশুকে রাস্তায় ফেল দিল বাবা-মা! শিশুটির বয়স এখন দুই বছর। এতদিন রাস্তায় পথচারীদের ফেলে যাওয়া খাবার খেয়ে কোনরকমে বেঁচে ছিল শিশুটি। সম্প্রতি একটি দাতব্য সংস্থার কর্মকর্তা শিশুটিকে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। না খেয়ে, অনাদর-অবহেলায় শিশুটির শরীর এখন অস্তিচর্মসার।
সম্প্রতি আফ্রিকান চিলড্রেনস এইড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামক একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা লোভেনের নজরে পড়ে শিশুটি। পরে তিনি শিশুটিকে পানি পান করান ও একটি কম্বলে মুড়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্তশূন্যতায় ভোগা শিশুটির দেহে রক্ত দেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিশুটির অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন লোভেন। তিনি শিশুটির নাম দিয়েছেন হোপ।
অনলাইনে হোপের জন্য সাহায্যের আবেদন করার পর ১০ লাখ ডলার অনুদান পাওয়া গেছে। এই অর্থ দিয়ে হোপের চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি নির্যাতিত শিশুদের জন্য একটি হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন লোভেন।
নিজের ফেসবুক পেজে লোভেন বলেন, ”হাজার হাজার শিশুকে এখানে ডাইনি বা জাদুকরের অপবাদ দেওয়া হয়। আমরা অনেক নির্যাতিত শিশু, মৃত শিশু ও আতঙ্কিত শিশুকে রাস্তায় অনাদর-অবহেলায় ঘুরে বেড়াতে দেখেছি।”
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন