জানেন? মেয়েটি কেন ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম ছেলেকে বিয়ে করেছেন ?
একজন হিন্দু মেয়ে ইসলাম ধর্ম গ্রহন করে একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছেন। মেয়েটি কেন হিন্দু থেকে মুসলমান হলো এবং কেন একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছে তার বিবরণ দেওয়া হলো এখানে।
একদা একজন মুসলিম বোন হিন্দু থেকে মুসলমান হওয়া বোনটিকে জিজ্ঞেস করলো- বোন কেন তুমি হিন্দু থেকে মুসলিম হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে… একটু বলা যাবে?
উত্তরে সে বলেছিলো, শ্মশানে যখন আমার মায়ের লাশ পোড়ানো হয়, তখন তার শরীরে আগুন ধরার সাথে সাথে হাত-পায়ের রগগুলো টানা দেয়, ফলে মায়ের লাশটি দাঁড়িয়ে যায়।
তখন একজন ব্যক্তি মায়ের লাশটি শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে। পিটানোর চোটে হাড় ভাঙার শব্দ পাই আমি। আমার সমস্থ শরীর প্রাণ নিস্তব্ধ হয়ে যায়। নির্বাক আমি তাকিয়ে থাকি। মনে আমার প্রশ্ন জাগে..আমার প্রিয় মায়ের জন্য কারো কোন মায়া নেই? আমার মায়ের প্রিয় সহধর্মিনী আমার বাবা ও তাকিয়ে থাকে। কিছুই বলেনা।
এভাবে ক’দিন পর মায়ের মৃত্যুতে….শ্মশানে বড় ভাই মায়ের মুখে আগুন জালিয়ে দেয়। মায়ের তার গায়ের কাপড় পুড়ে গেলে দেখা যায় বিবস্ত্র দেহ। অথচ সারা জীবনে মায়ের বিবস্ত্র দেহ দেখাতো দূরের কথা কেউ.. মূখও ঠিক মত দেখতে পারেনি।
আমি হিন্দু হলেও এ নির্মম দৃশ্য সহ্য করতে পারিনি। আমি শুনেছি মুসলমানরা কত আদর করে তার প্রিয়জনের লাশ সমাহিত করে। আদর করে গোসল করায়, নতুন কাপড় দেয়, এরপর আদর করেই কবরে নামায় পড়ে, কবরে সরাসরি মাটি চাপাও দেয় না, প্রথমে চাটাই বাঁশ দেয়, এরপর মাটি দেয়। কি সুন্দর আয়োজন। মানুষের মৃত্যুতে। এই দুটো বিষয় তুলনা করেই আমি মুসলমান হয়ে যাই।
আমি তখনি ঠিক নিলাম,আমি ইসলাম ধর্ম গ্রহন করবো, একটা মুসলিম ছেলেকে বিয়ে করবো, আমাকে কেউ আর শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে পারবে না, আমাকে আদর করে গোসল করিয়ে মাটি চাপা দিবে। আর এজন্যই আমি ইসলাম ধর্ম গ্রহন করে একটি মুসলিম ছেলেকে বিয়ে করে ছিলাম। “সুবহানআল্লাহ.”.. “সুবহানআল্লাহ” এই দুনিয়াতে ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন