জাবিতে কাল থেকে প্রশাসনিক ভবন ঘেরাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধর করার ঘটনার বিচারের দাবিতে আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। গত ৮ জুন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মারধরের শিকার হন এক সাংবাদিক।
আগামীকাল সোমবার ও মঙ্গলবার দুদিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। গত ৯ অক্টোবর উপাচার্যের কাছে এক স্মারকলিপির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গত ৮ জুন বিশ্ববিদ্যালয়ের ফটকে মীর মশাররফ হোসেন হলের কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীর হামলার শিকার হন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মহিতোষ রায় টিটো, ইকরাম উদ্দিন অমি ও ইকরাম নাহিদকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি গত ২০ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দিলেও অদৃশ্য কারণে এখনো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এদিকে কর্মরত সাংবাদিকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন, অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক ড. শরিফ উদ্দিন, অধ্যাপক ড. কামরুল আহসান, অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফীসহ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। আশা করছি সামনের সিন্ডিকেটে বিষয়টি তোলা হবে এবং তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে জড়িতদের যথাযথ শাস্তি দেওয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন