জাবিতে ভর্তি পরীক্ষা শুরু শনিবার
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শেণির ভর্তি পরীক্ষা।
প্রথম দিন ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর পরের দিন ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ) এবং ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট চারটি শিফটে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ বছরের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৩০টি আসনের বিপরীতে দুই লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০৯ জন ছাত্রছাত্রী।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য, সময়সূচি ও আসন বিন্যাস সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.juniv.edu/admission লগইন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন