জাবি ছাত্রলীগ নেতার হেরোইন গ্রহণের দৃশ্য অনলাইনে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের এক নেতার হেরোইন সেবনের ভিডিও প্রকাশে ক্যাম্পাসে তোলপাড় দেখা দিয়েছে। শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজিব কুমার সাহার বিরুদ্ধে হেরোইন খেতে দেখা গেছে এমন একটি ভিডিও এখন অনলাইনে।
ভিডিওতে দেখা যায়, সজীব কুমার সাহা খালি শরীরে বসে আছেন। শাখা ছাত্রলীগের আরেক কর্মী আনন্দ সরকার তার মুখে হেরোইন তুলে দিচ্ছেন। আর তিনি বারবার সেই হেরোইন গ্রহণ করছেন। সজীব কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র। তিনি সামনের শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদপ্রার্থী। এছাড়া আরেক ছাত্রলীগ-কর্মী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনন্দ সরকারের বিরুদ্ধে এর আগেও হলে ফুলের টবে গাঁজার চারা রোপণের অভিযোগ উঠে। তিনি তার রুমের জানালার পাশে গাঁজার চারা লাগান। তখন বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে তার পাশের রুমের দুই ছাত্রলীগ নেতা-কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, কারো বিরুদ্ধে মাদক গ্রহণের প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, ‘আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবো।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় মাদক জাতীয় পণ্য ক্যাম্পাসে প্রবেশ করে বিপথে ঠেলে দিচ্ছে শিক্ষার্থীদের। আর এসব মাদক ক্যাম্পাসে আসে যারা মাদক গ্রহণের সাথে জড়িত সেসব ছাত্রলীগ নেতা-কর্মীদের মাধ্যমে।
https://youtu.be/mcxm7pN3ZYg
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন