জিতেও সন্তুষ্ট নন মাশরাফি
শুক্রবার জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে টাইগার দলপতি সন্তুষ্ট হলেও বোলিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি।
কারণ,জিম্বাবুয়ের প্রথম উইকেট নিতে বাংলাদেশের বোলারদের ১২তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ওপেনিং জুটিতে হ্যামিলটন মাসাকাদজা ও ভুসি সিবান্দা ১০১ রানের পার্টনারশীপ গড়েন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে সফরকারীরা।
এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা বলেন, এটি ক্লিনিক্যাল পারফরম্যান্স ছিল। বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে। তামিম সান্ত্ব ছিল। সাব্বির ব্রিলিয়্যান্ট ব্যাট করেছে ও সাকিব ফিনিশিং দিয়েছে। জিম্বাবুয়ে যেভাবে ব্যাট করছিল তাতে মনে হচ্ছিল তারা ১৭০-৮০ করবে। কিন্তু মুস্তাফিজ ও আল-আমিন যেভাবে বল করেছে তা ব্রিলিয়ান্ট ছিল।
জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, সিনিয়র খেলোয়াড়রা দলে ফিরেছে। এটা ভাল। কিন্তু ম্যাচ শেষ করতে পারাটা গুরুত্বপূর্ণ। আমরা সুযোগ নিতে পারিনি। আমি মনে করি, বোলাররা ভাল করেছে। কিন্তু আমরা ভাল ফিল্ডিং করতে পারিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন