জিম্বাবুয়ের বিপক্ষে হার-জিতে টাইগারদের ওয়ানডে র্যাঙ্কিং যেমনটা হবে
র্যাঙ্কিং পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরে তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা শেষ পর্যন্ত একটি ত্রিদেশীয় সিরিজ খেলার নোংরা পরিকল্পনা পর্যন্ত করেছিল। তাই বলা যায় র্যাঙ্কিং পয়েন্ট যে কোন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হোম সিরিজেও র্যাঙ্কিং পয়েন্ট একটা গুরুত্ব ভূমিকা রাখবে। এই সিরিজে মাশরাফিরা জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাবে মাত্র ১ পয়েন্ট। কিন্তু যদি হোয়াইট ওয়াশ হয়, তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। কারণ হোয়াইট ওয়াশ হলে বাংলাদেশ পয়েন্ট হারাবে ৮টি। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন ৯৬ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। ৪৬ পয়েন্ট নিয়ে দশে আছে জিম্বাবুয়ে। র্যাঙ্কিংয়ে এত নিচের দলের সঙ্গে খেলা বলেই এই সিরিজ থেকে বাংলাদেশের পাওয়ার আছে সামান্য, হারানোর আছে অনেক বেশি। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ১০০ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ইংল্যান্ডকে স্পর্শ করতে পারবে না বাংলাদেশ। উল্টোটা হলে, অর্থাৎ হোয়াইটওয়াশড হলে বাংলাদেশকে দিতে হবে অনেক বড় খেসারত। সেক্ষেত্রে ৮ পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। ৮৮ পয়েন্ট নিয়ে তখন আট নম্বরে নেমে যাবে বাংলাদেশ, ভগ্নাংশের ব্যবধানে থাকবে পাকিস্তানের পেছনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন