জুলাই থেকে বদলে যাবে সোনার বাজার, গয়নার দুনিয়া। সুখের খবর নয়া রিপোর্ট
জিএসটি লাগু হতে চলেছে আগামী ১ জুলাই। আর তার সঙ্গে সঙ্গে দেশে সোনার বাজার বদলে যাবে। এমনই রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।
সোনার উপরে জিএসটি মাত্র ৩ শতাংশ। হিরের ক্ষেত্রেও জিএসটি ৩ শতাংশ। জিএসটি লাগু হতে চলেছে আগামী ১ জুলাই। আর তার সঙ্গে সঙ্গে দেশে সোনার বাজার বদলে যাবে। এমনই রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।
ভারতে জিএসটি নিয়ে চূড়ান্ত পর্বের উদ্যোগ শুরু হওয়ার পরে আন্তর্জাতিক মহলের ধারণা ছিল ৫ শতাংশ কর লাগু হবে। কিন্তু কার্যত হয়েছে ৩ শতাংশ। এর ফলে দেশে সোনার বাজারে বড় পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করছে ডব্লিউজিসি। একটি রিপোর্টে কাউন্সিল বলেছে, আগামী জুলাই থেকে ভারতে জিএসটি চালু হলে সেটা হবে ভারতে উদারীকরণ চালু হওয়ার পরে সব থেকে বড় সংস্কার। এর ফলে সাময়িক ভাবে সোনার গয়নার গ্রাহকদের খরচ কিছুটা বাড়তে পারে বলে মনে করছে ওই রিপোর্ট। কিন্তু এর জেরে কিছুদিনের মধ্যেই ভারতের সোনার বাজারে বড় পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তন দেশ, ব্যবসায়ী ও ক্রেতা সকলের জন্যই ভাল হবে বলে মনে করছে ওয়ার্ল্ড গোল্ড কমিশন।
রিপোর্টে বলা হয়েছে, সোনা বিক্রির পদ্ধতি অনেক স্বচ্ছ হবে জিএসটি চালু হলে। গোটা দেশে এক কর চালু হলে সার্বিক বাজারের উন্নতি হবে। তার জেরে অর্থনীতির উন্নতি হবে এবং সোনার সার্বিক চাহিদা বাড়বে। ডব্লিউজিসি জানিয়েছে, তাদের ধারণা ছিল এই করের হার কমপক্ষে ৫ শতাংশ হবে। কিন্তু এখন ৩ শতাংশ করের প্রস্তাব হওয়ায় ভারতে সোনার বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা আরও বাড়ল।
সোনার উপরে জিএসটি ৩ শতাংশ হলেও গয়নার মজুরিতে কর বসবে ১৮ শতাংশ। ভারতের গয়না বাজারের একটা বড় অংশই ছোট ব্যবসায়ীদের দখলে। এত দিন তাঁদের একটা অংশ কর জমাই করতেন না। কিন্তু জিএসটি লাগু হলে তাঁরা করের আওতায় আসবেন। সাময়িকভাবে ছোট দোকানের ক্রেতার খরচ কিছুটা বাড়লেও সামগ্রিক ভাবে উন্নত হবে বাজার। সাধারণ দোকানের সঙ্গে একই সারিতে চলে আসবে নামী গয়নার দোকানও। বলছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন