জেনে নিন আপনার বাঁ হাতের পোপন কথা
আপনার জীবন কেমন যাবে, সে আভাস থাকে আপনার দু-হাতে। অনেকেই মনে করেন, জ্যোতিষে বাঁ-হাত হল মেয়েদের, ডান হাত ছেলেদের। যদিও খুব একটা সত্যি নয়। জ্যোতিষে দুটো হাতই হল দর্পন।
জ্যোতিষীদের অনেকেই মনে করেন, বাঁ-হাতে ‘অত্যন্ত গোপন’ কিছু থাকে, যা ডান হাতে কখনোই থাকে না।এটা খুবই স্বাভাবিক বাঁ-হাত ও ডান হাতের মধ্যে মিল খুঁজে পাবেন না। রেখার মতোই দু-হাতের আঙুলেরও মিল খুঁজে পাবেন না।
জ্যোতিষীরা বলছেন, আপনি সহকর্মী ও প্রতিবেশীদের সঙ্গে কেমন ব্যবহার করেন, কী ভাবে মেশেন, তা একমাত্র বাঁ-হাত থেকেই জানা সম্ভব।
তর্জনি সোজা করলে যখন অনামিকাকে ছাড়িয়ে যায়: নেতৃত্ব মজ্জাগত। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নেতৃত্ব দিতে পারেন। মানুষ হিসেবে সৎ। পরিবার ও বন্ধুমহলে এদের মতামত গুরুত্ব পায়। অন্যকে ঠিক পথে চালিত করার ক্ষমতা আছে।
বাঁ-হাতের অনামিকা যখন সোজা তর্জনিকে ছাড়িয়ে যায়: এরা খুবই সৃজনশীল। মাথায় সবসময় নানা পরিকল্পনা ঘুরপাক খায়। গতানুগতিক কিছু পছন্দ করেন না।
বাঁ-হাতের কড়ে আঙুল যাদের একদম সোজা এবং অনামিকার থেকে শীর্ণ: পরিবারের অন্য সদস্যরা যা ভাবেন, এরা ঠিক তার উলটো ভাবেন। মতের মিল হয় না। নিজের মতো করে ভেবে, সে ভাবেই চলেন। কারও মুখাপেক্ষী হয়ে থাকতে নারাজ।
আপনার বাঁ-হাত যদি একই সঙ্গে নরম ও মসৃণ হয়: তার মানে, ধরে নিতে হবে আপনার জীবনে নানা ওঠা-পড়া থাকবে। সহজ কাজটা সহজে হবে না। সমস্যার চূড়ান্তে পৌঁছে যখন হতাশ, অকস্মাৎই সাফল্যের মুখ দেখবেন। এদের কেউ কেউ আবার বিশেষ গুণেরও অধিকারী।
কারও বাঁ-হাতে অসংখ্য রেখা থাকলে দেখা যায়: সেই ব্যক্তি সহজেই মেজাজ হারান। অন্যের প্ররোচনায় শিকার হন। খিটখিটে প্রকৃতির। জীবনে ঝামেলা-ঝঞ্ঝাট অন্যদের থেকে এদের বেশিই থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন