শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেনে নিন, ডায়াবেটিসের আগাম ৭ সংকেত !

ডায়াবেটিসকে অনেক সময় বলা হয় ‘নীরব ঘাতক’। তাই এ রোগের লক্ষণ বুঝে ওঠা খুবই জরুরি। ডায়াবেটিস রোগীদের রক্তে উচ্চমাত্রার গ্লুকোজ বিষের মতো কাজ করে। এতে সঙ্গী হয় উচ্চরক্তচাপ ও অস্বাবাকিক লিপিড। এই তিনে মিলে এক মারাত্মক ক্ষতিকর দল গঠন করে।

শক্তির জন্যে আপনার দেহে অতি জরুরি গ্লুকোজ। দেহের সুষ্ঠু কাজের জন্যে গ্লুকোজের প্রয়োজন রয়েছে। প্রতিদিনের খাবার থেকেই গ্লুকোজ মেলে। রক্ত প্রবাহের সঙ্গে মিশে গ্লুকোজ গোটা দেহে ভ্রমণ করে।

এই গ্লুকোজকে সঠিকভাবে ব্যবহার করতে দেহের প্রয়োজন ইনসুলিন। কোষে গ্লুকোজ প্রবেশের জন্যে ইনসুলিন চাবির মতো কাজ করে। টাইপ ১ ডায়াবেটিস যাদের রয়েছে, তাদের দেহে গ্লুকোজ ব্যবহারের জন্যে ইনসুলিন উৎপন্ন হয় না। তাই তাদের নিয়মিত ইনসুলিন গ্রহণ করতে হয়। আবার টাইপ ২ ডায়াবেটিস রোগীদের দেহ যথেষ্ট ইনসুলিন উৎপন্ন হলেও তা কাজে লাগে না। উভয় ধরনের ডায়াবেটিসের কিছু লক্ষণ রয়েছে। যাদের বংশে ডায়াবেটিস আছে, তারা নিজেদের মধ্যে এসব লক্ষণ রয়েছে কিনা তা দেখতে পারেন।

লক্ষণসমূহ : অনেকের দেহে কোনো লক্ষণ ছাড়াই ডায়াবেটিস দেখা দিতে পারে। এক তৃতীয়াংশ মানুষ বুঝতে পারেন না যে তার ডায়াবেটিস রয়েছে। এদের অধিকাংশ টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। এদের স্পষ্ট লক্ষণগুলো দেখে নিন।

১. বেশি তৃষ্ণা পায় এবং মুখের ভেতর ও গলা শুকিয়ে যায়।

২. ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রচুর পরিমাণে হয়।

৩. ক্ষুধা পায় বেশি বেশি।

৪. অনাকাঙ্ক্ষিত ওজন হারায় দেহ।

৫. কারণ ছাড়াই অবসাদ ভর করে।

৬. কেটে গেলে ক্ষত সহজে শুকাতে চায় না।

৭. চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে।

এগুলো সাধারণ লক্ষণ। সবাই হয়তো জানেন। কিন্তু এগুলোই ডায়াবেটিসের সবচেয়ে স্পষ্ট লক্ষণ। এসব বিষয় নিজের মধ্যে দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন

কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কোন খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ
  • H5N1 ভাইরাস ছড়াচ্ছে, কোভিডের চাইতে 100 গুণ বেশি বিপজ্জনক
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?