রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেনে নিন মৃত্যুর পর কী ঘটে, বিজ্ঞান আসলে কী বলে?

যার জন্ম আছে তার মৃত্যুও নিশ্চিত। কিন্তু মৃত্যুর পর মানুষের কী হয়? মানুষ কোথায় যায়? পরজগত আসলে কেমন? এমন হাজার প্রশ্ন সবার মনে!

সাধারণত ধর্ম বিশ্বাসী মানুষদের দুটো স্থানের ধারণা থাকে
১. বেহেশত বা স্বর্গ, ২. দোজখ বা নরক। যারা পৃথিবীতে ভালো কাজ করে, তাদের জন্য বেহেশত আর যারা খারাপ কাজ করবে, তাদের জন্য দোজখ।

কিন্তু এই আধুনিক বিজ্ঞানের যুগে মৃত্যুর পরের জীবন নিয়েও হয়েছে গবেষণা। এ বিষয়ে বিজ্ঞানীরা নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

দেখা গেছে, অনেকেই কিছু সময়ের জন্য মারা যায়। অবিশ্বাস্যভাবে আবার জীবনে ফিরে আসে। তারা সঙ্গে নিয়ে আসে আত্মার জগতের একটা অদ্ভুত অভিজ্ঞতা। প্রায় সহস্র মানুষ তাদের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন নানা সময়। অনেকেই নারকীয় বা স্বর্গীয় রাজ্যের কথা বলেছেন। কিন্তু এর বাইরেও একটা বর্ণনা আছে। যা গুরুত্বপূর্ণ, কারণ, সে বর্ণনা অধিকাংশের ক্ষেত্রে একই রকম।

ডা. মিশেল নিউটন একজন মনোবৈজ্ঞানিক যিনি ‘হিপনোথেরাপি’ বিশেষজ্ঞ। তিনি মানুষকে বশীভূত করে মানুষের মনের পুরাতন এবং গোপন কথা বাইরে আনেন। তারই একটি বই `আত্মার যাত্রা এবং আত্মার লক্ষ্য’। যেখানে তিনি তার চার যুগের মৃত্যু ফেরতদের উপর গবেষণার কথা লিখেছেন। আশ্চর্যজনকভাবে সবাই একই কথা বলেছেন।

তারা অধিকাংশ যা বলেছেন, তা প্রায় সকলের ক্ষেত্রে খুব সুন্দরভাবে মিলে যায়। সেই সব বর্ণনা থেকেই একটা চিত্র পাওয়া যায়। মানুষ মরে গেলে আসলে কী ঘটে?

বর্ণনার সেই ৯টি চিত্র হলো:
মৃত্যুর পর সবার প্রথমে জীবনের সেরা সময় এবং সবচে খারাপ সময়ের কথা মনে আসে। ঠিক সিনেমার মতো চোখের মধ্যে ভেসে ওঠে সব বিশেষ মুহুর্তগুলো।

সকলেই বলে যে, তারা মরে যাওয়ার পর একটা আলোক রশ্মি দেখেছে। তারপর ধীরে ধীরে সে আলো তাদের চুম্বকের মতো কাছে টানে। যেন নিজের আত্মার ঘরে ফিরে যাচ্ছে সে। সে আলো অনেক স্নিগ্ধ এবং উষ্ণ।

আত্মা শরীর ছেড়ে বাইরে আসার পর, সে আত্মা আশেপাশের সব কিছু দেখে এবং শুনতে পায়।
অনেকেই দেখে, তার শরীর থেকে আত্মা বের হয়ে যাচ্ছে শরীরটি পিছে ফেলে। এ সময় একটা ভয় কাজ করে ভেতরে।

এর পরের ধাপে দেখা হয়, পূর্বের মৃত নিকটআত্মীয়দের সাথে। অনেকেই সেখানে দেখেছে যে, তার নিকটজনেরা তাকে স্বাগত জানিয়েছে এবং তারা সকলে মিলে আড্ডা দিচ্ছে।

মৃত্যুর পর জীবনে ফিরে আসা অনেকেই জানিয়েছে যে তারা শান্তি এবং নিস্তব্ধতার বিষয়টি মাত্রাধিক অনুভব করে। আর আসলে কী ঘটেছে, তা অন্যদের ঠিকভাবে বুঝিয়েও বলতে পারে না।

অধিকাংশ বলেছেন, তারা এক বা একাধিক দেবদূত দেখেছেন। যারা তাদের সাহায্য করেছে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং এই দেবদূতরা বিপদে পড়া মানুষদেরও সাহায্য করেন। যদিও মৃত্যুর পর মানুষের কোনো শরীর থাকে না। তবু তখনও নিজেকে আলাদা একটা সত্তা বলে মনে হয়।

মৃত্যুর পর মানুষের পুরো জীবন চোখের সামনে ক্ষণিকের জন্য ভেসে ওঠে। যার মাধ্যমে মানুষ তার করে যাওয়া কাজের একটা ধারণা পায় এবং সে সময় মনে হয়, পৃথিবীতে আবার ফেরত এসে অপরিপূর্ণ কাজগুলো শেষ করা যায় কি না!

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ