জেলা পরিষদের নির্বাচনে এমপি আয়েনের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
এবার রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ভেঙে চেয়ারম্যান প্রার্থী মাহবুব জামান ভুলুর পক্ষে প্রচারণা চালানোয় এ অভিযোগ দায়ের হয়। গতকাল মঙ্গলবার সকালে নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী আশরাফ উদ্দীনের কাছে মাহবুব জামান ভুলুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলী সরকার অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে মোহনপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় মৌগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসের গুদাম চত্ত্বরে একটি নির্বাচনী সভা করেন এমপি আয়েন উদ্দিন। ওই সভায় ভোটারদের ডেকে তিনি ভুলুকে ভোট দেওয়ার নির্দেশ দেন। পরে ভোটারদের ভূরিভোজন করান তিনি। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়।
এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, অভিযোগের কপিটি সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনিই ব্যবস্থা নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বকবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা
এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপরবিস্তারিত পড়ুন