জ্বালানি তেলের দাম ১১ বছরের মধ্যে সর্বনিম্ন

মাঝে একদিন দাম বৃদ্ধির একটু ঝলক দেখিয়ে আবার নিন্মমুখী হয়ে পড়েছে জ্বালানি তেলের দাম। এবার নেমে গেছে ৩৫ ডলারের নিচে, যা ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের মতোই দর কমে যাবার প্রধান কারণ বিপুল পরিমাণ উদ্বৃত্ত।
মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর বিশ্লেষকদের দাম বৃদ্ধির ইঙ্গিতকে ভুল প্রমাণ করে আবার কমতে শুরু করেছে তেলের দাম। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উভয় বাজারেই বুধবার আড়াই থেকে সাড়ে তিন শতাংশ পর্যন্ত কমেছে দাম।
অথচ আগের দিনই দাম বেড়ে ব্যারেলপ্রতি ৩৮ ডলারে কেনাবেচা হয়। বিবিসির প্রতিবেদনে এ ওঠানামাকে ‘রোলার কোস্টার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তেল উৎপাদনকারী প্রধান এ দুই দেশের মধ্যে টানাপোড়নের পর ইতিমধ্যে উদ্বৃত্ত মজুদে ভাসতে থাকা বিশ্ববাজারে সরবরাহ হ্রাসের যে গুজব ছড়িয়ে পড়েছিল তা বাতিল করে দিয়েছে ওপেক।
বুধবার ইউরোপে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড ৩৪ দশমিক ৮৩ ডলারে নেমে যায় পরে অবশ্য দাম কিছুটা দাম বেড়ে ৩৫ দশমিক শূন্য ৭ ডলারে ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৫ দশমিক ৫১ ডলারে কেনাবেচা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন