জয়ের লক্ষ্যে মাঠে নামবে আফগানিস্তান
এর আগেও বাংলাদেশে এসেছেন আসগর স্তানিকজাই। খেলেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে আফগান রোমাঞ্চ ছড়ানোর ক্ষেত্রে যে কয়জন উল্লেখযোগ্য, তার মধ্যে তিনি একজন। তবে এবার ঢাকায় এলেন নতুন পরিচয়ে। এবার যে তিনি দলের অধিনায়ক।
আর বাংলাদেশে এসেই প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে সহজেই হারিয়েছে স্তানিকজাইয়ের দল। আগামীকাল রোববার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ শনিবারের সংবাদ সম্মেলনে জয়ের লক্ষ্যের কথাই জানালেন আফগান অধিনায়ক।
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০১৪ সালের এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে দেয় আফগানিস্তান। ওই ম্যাচে ৯০ রান করেন স্তানিকজাই। ম্যাচটি অনুপ্রেরণা জোগাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সে দলটি ছিল একটি অনভিজ্ঞ দল। আমাদের বর্তমান দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এ দল নিয়ে ভালো কিছু করার ক্ষমতা আমরা রাখি।’
বেশির ভাগ সময়ে জয়ের কথাই থাকল আফগান অধিনায়কের মুখে। তিনি বলেন, ‘সবাই জয়ের জন্য খেলে। আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না। নিজেদের সেরাটা দিতে পারলে এ ম্যাচ আমরাই জিতব। সে সামর্থ্য আমাদের আছে।’
বাংলাদেশের বর্তমান অবস্থানের প্রসঙ্গ উঠল। সমীহ দেখালেন স্তানিকজাই। বললেন, ‘বাংলাদেশ অভিজ্ঞ দল। গত বেশ কিছুদিন ধরে তারা ভালো ক্রিকেট খেলছে।’
ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়কে গুরুত্ব দিয়েছেন স্তানিকজাই। তিনি বলেন, ‘যেকোনো ম্যাচে জয়ই প্রেরণার। তবে প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচ দুটো ভিন্ন জিনিস।’
সপ্তাহজুড়ে দিনভর বৃষ্টি পড়ছে। আগামীকাল যদি বৃষ্টি হানা দেয় মাঠে? প্রকৃতির হাতেই ছেড়ে দিলেন সব স্তানিকজাই। বললেন, ‘আবহাওয়ার ওপর তো কারো হাত নেই। কাল কী হবে তা এখন বলা মুশকিল।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন