‘জয় বাংলা’ স্লোগান দিয়েই হামলা
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের একটি গ্রুপ অপর একটি গ্রুপের উপর হামলা চালিয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই ঘটনাটি ঘটে। তবে এই হামলা সংগঠনের কোনো নেতাকর্মী আহত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন চাকুরী জাতীয়করণের দাবিতে শুক্রবার সকাল ১০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে মতবিনিময় সভা এবং দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে।
তবে মতবিনিময় সভা চলাকালীন বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কর্মী শহীদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ কর্মী সকাল ১১ টার দিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সংগঠনের সভাপতি মো. কামাল হোসাইন সরকার ও মহাসচিব আফাজ উদ্দিন লিটনের উপর হামলা করে।
এসময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শহীদুল ইসলামের কর্মীদের সভাস্থল ত্যাগ করা জন্য অনুরোধ করা হলে তারা সভাস্থল থেকে সরে যান।
এদিকে ঘটনাটির ১০ থেকে ১৫ মিনিট পর শাহবাগ থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি আরো শান্ত হয়ে যায়।
এসময় কামাল হোসাইন সরকার ও আফাজ উদ্দিন লিটনের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে শাহবাগ থানার ওসি তাদেরকে সভা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলে তারা আবারও সভার কার্যক্রম শুরু করেন।
শহীদুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, কামাল হোসাইন সরকার ও আফাজ উদ্দিন লিটন বিএনপি ও জামায়াতের কর্মী। এই প্রসঙ্গে জানতে চাইলে কামাল হোসাইন সরকার বলেন, ‘আমাদের এই সংগঠনের বেশীভাগ কর্মীই মুক্তিযোদ্ধার সন্তান। তাই শহীদুল ইসলামের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
অপরদিকে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব আফাজ উদ্দিন লিটন বলেন, ‘চাকরী জাতীয়করণে সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সরকার তাদের কথা রাখেনি।’
এসময় চাকরী জাতীয়করণের দাবিতে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন- আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আমরা সরকারকে সময় দিচ্ছি। তবে এর মধ্যে ‘কমিউনিটি ক্লিনিকে’ কর্মরত কমিউনিটি হেলত কেয়ার প্রাভাইডারের চাকরী জাতীয়করণ করা না হলে আগামী ৮ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন