ঝিনাইদহের এজি অফিসের শুকুমারের অত্যাচারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অতিষ্ঠ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের এজি অফিসের অডিটর শুকুমারের অত্যাচারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘুষের টাকা না দিলে বেতন বোনাস হয়না। জেলার অন্যান্য উপজেলার প্রাক-প্রাথমিকের শিক্ষকেরা গত ১ ও ৪ সেপ্টম্বর বেতন বোনাস পায় । কিন্তু সদর উপজেলার প্রাক-প্রাথমিকের শিক্ষকরা ঘুষ না দেওয়ায় এজি অফিসের অডিটর শুকুমার তাদের বেতন বোনাস ছাড় দিতে চায় না। একপর্যায়ে বৃহস্পতিবার বিকালে ছাড় দেয়। ফলে সোনালী ব্যাংকের ক্লিয়ারেন্স না হওয়ায় আগ্রণী ব্যাংক হামদহ শাথার ম্যানেজার তাহমিনা আফরোজ শিক্ষকদের টাকা উত্তোলন করতে গেলে অসৌজন্য আচরন করেন। এবং তাদেরকে বলেন আমি টাকা দিতে পারবনা। একপর্যায়ে ভারপ্রাপ্ত ডিসি মহোদয়ের হস্তক্ষেপে শেষ কার্যদিবসের শেষের দিকে বেতন বোনাস পেয়ে স্বস্তিতে বাড়ী ফেড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।ঝিনাইদহ সদর থানার প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মাসুদ করিমের সাথে কখা হলে তিনি বলেন সদর থানার প্রাথমিক অফিস থেকে ১ সেপ্টম্বর বেতন বোনাসের জন্য কাগজপত্র এজি পাঠান। কিন্তু এজি অফিসের অডিটর শুকুমার দিতে দেরী করে ফলে আমরা ব্যাংকে কাগজ পাঠাতে দেরি হয়। ব্যাংকে অবস্থানরত প্রাক-প্রাথমিকের শিক্ষকরা আরো জানান অডিটর শুকুমার টাকা ছাড়া কোন কাজ করেনা। গত কয়েকদিন আগে ঘুষ না দেওয়ায় একটি সাভিস বুক ছেড়ার ঘটনাও ঘটে। অডিটর শুকুমারের ঘুষ নাদিলে কোন কাজ হয়না।ঝিনাইদহ এজি অফিসের অডিটর শুকুমার এ ব্যাপারে সঠিক জবাব দিতে পারেননি।এদিকে অগ্রণী ব্যাংক হামদহ শাকার ম্যানেজার তাহমিনা আফরোজ শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। উল্লখ্য গত রমজান ঈদের আগেও ঠিক একই ঘটনা ঘটে। অথ্যাৎ শেষ কার্যদিবসের শেষের দিকে বেতন বোনাস পায় প্রাক-প্রাথমিকের শিক্ষকেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন