ঝিনাইদহের পাপিয়ার এ প্লাস পাওয়ার পরেও লেখাপড়া বন্ধের পথে
মরণব্যাধি ক্যান্সারে বাবা মারা গেছে ২০১০ সালে। তখন ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে পাপিয়া। মা পরের বাড়িতে কাজ করে উপার্জিত আয়ে চলে মা-মেয়ের সংসার। শতকষ্ট আর অভাব অনটনের মধ্যেও স্বপ্ন ছিল লেখাপড়া শিখবে। হাজারো অভাব আর বাধার মধ্যে সে লেখাপড়া চালিয়ে গেছে।
পাপিয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস পেয়েছে। ইচ্ছা আর আন্তরিকতা থাকলে যে কোন কঠিন কাজেই যে সফলতা পাওয়া যায় তারই আদর্শ নিদর্শন এখন প্রত্যন্ত পাড়া গায়ের এই মেয়ে পাপিয়া।
বা থেকে সাংবাদিক জাহিদুর পাপিয়া, তার মা মমেনা এবং স্থানীয় মেম্বার মোলাম
সে উপজলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের জটারপাড়া গ্রামের মৃত জালল উদ্দিনের একমাত্র মেয়ে। পাপিয়া দারিদ্রকে হার মানিয়ে এ প্লাস পাওয়া খুশি তার বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসী। গত বুধবার তার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে সাবার মুখে মুখে এখন পাপিয়ার নাম। কিন্তু পাপিয়ার মা মমেনা বেগমের শঙ্কা হইতো অর্থের অভাবে মেয়ের উচ্চ শিক্ষার দরজা এবার বন্ধ হয়ে যাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, পাপিয়া অনেক মেধাবী। সে নিয়মিত স্কুলে উপস্থিত থাকতো। তার লেখাপড়ার খরচ স্কুল থেকে সহযোগিতা করা হতো। তাকে একটু সাহায্য করা হলেই সে একদিন দেশের অনেক বড় কিছু করে দেখাতে পারবে বলে আমার বিশ্বাস।
পাপিয়ার মা মমেনা বেগম জানান, খুব কষ্ট করে মেয়ে লেখা পড়া শিখিয়েছি। অর্থের অভাবে ঠিকমতো পড়াতে পারিনি। আমার দুই ছেলে আলাদা, আমি পরের বাড়িতে কাজ করে মেয়েকে এ পর্যন্ত লেখাপড়া শিখিয়েছি। এখনতো কলেজে ভর্তি করাতে হলে অনেক টাকা দরকার কিন্তুু এখন আর আমার পক্ষে সম্ভব না।
এমতবস্থায় যদি কোন সুহৃদয়বান কেউ পাপিয়ার পাশে এগিয়ে আসেন তাহলে হয়ত একদিন পাপিয়া লেখাপড়া শিখে অনেক বড় মানুষের মত মানুষ হয়ে দেশের জন্য কাজ কাজ করতে পারবে।
পাপিয়া জানান, আমি অনেক বড় হতে চাই, পড়ালেখা শেষ করে মানুষের জন্য কাজ করতে চাই।
পাপিয়াকে আর্থিকভাবে সহায়তা করতে ঠিকানা:
মোছাঃ মোমেনা খাতুন,
সঞ্চয়ী হিসাব নম্বর-১৬১০৯
ইসলামী ব্যাংক,
কালীগঞ্জ শাখা- ঝিনাইদহ
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন