ঝিনাইদহের মহেশপুরে মসজিদ ও মাদ্রাসায় যাতায়াতের রাস্তা বন্ধ
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির কুলাহ দাখিল মাদ্রাসা ও মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার মুর্সলীগণ মহাবিপাকে পড়েছে।মহেশপুরের কুলাহ গ্রামের হাজী নুর ইসলাম তরফদারের জমি বিগতকালীন মাদ্রাসার জমির সাথে মৌখিক এওয়াজে পশ্চিম পাশে মাদ্রাসা নির্মাণ করেন। দীর্ঘ ৯(নয়) বছর যাবৎ মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছিলো।
কিন্তু গত এক সপ্তাহ ধরে জমির এওয়াজি মালিক হাজী নুর ইসলাম তরফদার মাদ্রাসা ও মসজিদের দখলীয় জমি, বাঁশের রেলিং দিয়ে মাঝ বরাবর বেঁড়া দেওয়ায় ছাত্র/ছাত্রীরা ক্লাসে যেতে পারছেনা। এমন কি জামে মসজিদে মুর্সলীরা নামাজ পরতে যেতে পারছে না,অন্যের বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করছেন তারা।বিষয়টি নিরসনের জন্য মঙ্গলবার মাদ্রাসার সভাপতি ও সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মাদ্রাসার সুপার আশরাফুজ্জামান জানান, মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়েই উক্ত জমিটি নিজ দাবী করে জোর পূর্বক মাদ্রাসার ৬৬৮ জন শিক্ষার্থীর ও এলাকার মুর্সলীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন। তিনি আরো জানান, জমিটি ন্যাজ্য মূল্য ক্রয় করতে চাইলে হাজী নুর ইসলাম তরফদার বিক্রি করবে না বলে জানিয়ে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন