ঝিনাইদহে একটি বোরখা ও চিরকুট নিয়ে রহস্য
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের ওপর থেকে পাওয়া একটি বোরখা ও চিরকুট নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। একজন তরুণী নিজেকে রুমি (২৩) পরিচয় দিয়ে চিরকুট লিখে নিরুদ্দেশ হয়েছেন।চিরকুটে লেখা আছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”। তরুনী বেঁচে আছেন নাকি আত্মহত্যা করেছেন তাও রয়েছে রহস্যের অন্তরালে রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, রুমি পরিচয়দানকারী তরুণীটির বাসা ঝিনাইদহ শহরের বাড়ি আলহেরা পাড়ায়। তার বাবা সাতক্ষীরায় চাকরি করেন। বেশ কয়েকদিন আগে পরিবারের পক্ষ থেকে তার মোবাইলটি কেড়ে নেয়া হয়। এতে তিনি ক্ষুব্ধ হন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, “হয়তো অতিরিক্ত শাসনের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় রুমি বাড়ি থেকে পালিয়ে আসে। এর পর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের কাছে বোরখাটি রেখে একটি চিরকুট ফেলে নিরুদ্দেশ হয়।”তিনি আরও বলেন, বষয়টি নাটক ও হতে পারে। ঘটনাটি নিয়ে শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনা যাই ঘটুক না কেন পুলিশ তরুণীকে আটক ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন