ঝিনাইদহে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, সাবেক স্বামী আটক
ঝিনাইদহের হরিণাকুণ্ডে সাবেক স্ত্রীকে হত্যা করেছে ঠাণ্ডু মণ্ডল নামের এক ব্যক্তি।
এ ঘটনায় ঠাণ্ডুকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারী হরিণাকুণ্ড এলাকার মো. ফজলুরের মেয়ে লিপা খাতুন (২২)। আটক ঠাণ্ডু মণ্ডলের বাড়িও একই এলাকায়।
আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, কিছুদিন আগে লিপি ও তাঁর স্বামী ঠাণ্ডু মণ্ডলের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল রাতে লিপার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ডটি ঘটায় ঠাণ্ডু মণ্ডল।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন