ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলশী গ্রামের মাঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে ।
নিহত শহীদুল ইসলামের বাড়ি উপজেলার পারদখলপুর গ্রামে। তাঁর বাবার নাম তোরাব আলী।
র্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক জানান, গতকাল রাতে একদল দুর্বৃত্ত ফলশী মাঠে অবস্থান করছে জানতে পেরে র্যাবের টহল দল সেখানে যায়। ওই সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের পর অন্যরা পালিয়ে যায়। শহীদুলকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, শহীদুলের লাশ হরিণাকুণ্ডু থানায় রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন