ঝিনাইদহে হরিণাকুন্ডুতে সাড়ে সাতশ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক !

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বুধবার (১২ অক্টোবর) সকালে তাদের অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত্রী ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদিবাসী পাড়ার জলিল মন্ডলের ছেলে মানিক উদ্দীন (৩৫), মইনুদ্দীনের ছেলে মতিয়ার রহমান (৪০) ও মাহাতাব উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৩৫)।
ঝিনাইদহে এবার বাঁশের সাকোয় সাঞ্চায় নদীর সেতুতে পারাপার, ঝুকিতে এলাকাবাসী..!
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন সাংবাদিককে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন মানিক, মতিয়ার ও আব্দুর রহমান। খবর পেয়ে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডুর আদিবাসী পাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযানের সময় তাদের কাছ থেকে সাড়ে সাতশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন